Bangla News Dunia, জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি :-
🔴 চন্দ্র মন এর কারক গ্রহ। চন্দ্র সুন্দরতাকে রিপ্রেজেন্ট করে,শরীর স্বাস্থ্য ভাল মন্দ যাবে কি না দেখে,সেলফ কোনফিডেন্সকে দেখে,আত্মসুখকে রিপ্রেজেন্ট করে।
🔴 চন্দ্র থেকে আমরা রাশিকে বিচার করে থাকি।
🔴 চন্দ্র রাশি চক্রে সবচেয়ে দ্রুত মুভিং গ্রহ।
🔴 চন্দ্র থেকে মায়ের জায়গা,সুখ শান্তি ইত্যাদি দেখে থাকি।
🔴 কালপুরুষের চতুর্থ স্থানের ঘর হল কর্কট। একমাত্র চন্দ্রের ঘর। এখান থেকে গৃহ শান্তি,পড়াশুনা,সুখ ইত্যাদি দেখা হয়।
🔴 সাধারণত কর্কট রাশির জাতক জাতিকারা খুব বিশ্বাসী হয়,হটাৎ করে রেগে যায় আবার শান্ত হয়ে যায়। তবে এরা খুব ইমোশনাল হয়। আবেগপ্রবণ হয়।
🔴 চন্দ্র জলতত্বের গ্রহ, জল জাতীয় জিনিসকে রিপ্রেজেন্ট করে।
🔴 চন্দ্রকে মহিলা গ্রহ ধরা হয়।
🔴 চন্দ্র বৃষভ রাশিতে উচ্চ হয় 3 ডিগ্রি অবধি এবং নিচ হয় বৃশ্চিক রাশিতে 3 ডিগ্রি অবধি তারপর ন্যাচারাল হয়।
🔴 যদি লগ্নের সাপেক্ষে চন্দ্র লগ্নে থাকে তাদের লগ্নচাঁদা বলে। তবে সব লগ্নচাঁদারা ভাল ফল পায় না। সাধারণত মেষ,কর্কট,তুলা ও মিন লগ্নের অধিপতিরা খুব ভাল ফল পায়।
🔴 চন্দ্রকে পক্ষ দেখে ভাল মন্দ বিচার করা উচিত। শুক্ল পক্ষের চন্দ্র সাধারণত রবি,মঙ্গল,বৃহস্পতির বন্ধু অন্যদিকে কৃষ্ণপক্ষের চন্দ্র শনি,শুক্রের বন্ধু।
🔴 চন্দ্রের নক্ষত্র 3 টি রোহিনী,হস্তা ও শ্রবনা।
রোহিনী এর জাতকরা খুব রোমান্টিক হয়,মামার বাড়ি থেকে সাহায্য পায়।
হস্তা নক্ষত্রের জাতকরা হাতের কাজ ভাল করে । বাজনা,রান্না ইত্যাদি কাজে পটু হয়।
শ্রবনা নক্ষত্রের জাতকদের স্বরণ শক্তি ভাল হয়।
🔴 চন্দ্র যদি কর্মের সাথে যুক্ত হয় তবে জাতকেরা ঘি,দুধ,যানবাহন ইত্যাদি কাজের সাথে যুক্ত হতে পারে।
🔴 চন্দ্র খারাপ হলে মায়ের জায়গা খারাপ,জলবাহিত রোগ,মনের রোগ হতে পারে,কনফিডেন্স এর অভাব হতে পারে।
🔴 শনির সারেসাতি চন্দ্রের উপর প্রভাব বেশি হয়। যেমন এখন মকর,কুম্ভ ও ধনু রাশিতে চলছে।
🔴 চন্দ্রের প্রতিকার হিসাবে মুক্ত পড়া যেতে পারে রুপো দিয়ে কৃষ্ণপক্ষের চন্দ্রের ক্ষেত্রে এবং সোনা দিয়ে শুক্লপক্ষের চন্দ্রের ক্ষেত্রে। তবে প্রতিকারের আগে বিজ্ঞ জনের পরামর্শ দরকার।
চন্দ্র এমন একটা গ্রহ খুব তাড়াতাড়ি পীড়িত হয়। চন্দ্রের একটি মাত্র দৃষ্টি 7ম দৃষ্টি।
চন্দ্রকে বিচার তখনই করা উচিত যখন চন্দ্রের দশা, অন্তর্দশা ইত্যাদি চলে।
চন্দ্রের কখন পূর্ণিমা আবার কখনো অমাবস্যা,তাই চন্দ্রের জন্য পক্ষ বিচার করা জরুরি।
চন্দ্র খারাপ হলে চরিত্রের দোষ হয়।
আরো পড়ুন :- হস্ত রেখায় কি কি অশুভ সংকেত থাকলে মানসিক সমস্যা দেয় জানুন
এবার আমরা সংক্ষেপে দেখে নিই লগ্ন থেকে 12 ঘর অনুযায়ী কেমন ফল দেয়।
1) লগ্নে চন্দ্র থাকলে এবং পীড়িত না হলে জাতক আত্মবিশ্বাসী হয়,খুঁতখুঁতে ও স্মার্ট হয়,জাতক আকর্ষণীয় হয়,মানসিক শক্তি খুব ভাল হয়,কল্পনাবিলাসী হয়,খুব ভাল মনের হয়,স্বাস্থ্যবান হয়,ক্রিয়েটিভ হয়,রোমান্টিক স্বভাবের অধিকারী হয়,অনেক সময় মানসিক ভাবে চঞ্চল হয়।
2) দ্বিতীয় স্থানে চন্দ্র থাকলে মুখের ভাষা খুব মিষ্টি হয়,গান না জানলেও গানের গলা ভাল হয়,গান,সাহিত্যে রুচি রাখে,সুন্দর রান্না করতে পারে অনেক সময় দেখা যায়,মিষ্টি জাতীয় জিনিস এদের খুব পছন্দ হয়। তবে এদের অর্থের উত্থান ও পতন হয়। কুটুম্বদের সাথে সম্পর্ক ভাল যায়।
3) 3য় স্থানে চন্দ্র ভাল হলে খুব ভাল পরাক্রমী হয়,হাতের লেখা সুন্দর হয় না,দ্রুত কাজ করার প্রবণতা থাকে।
4) 4থ স্থানে চন্দ্র ভাল ফল দেয় মায়ের স্থান ভাল করে,গৃহে সুখ শান্তি প্রদান করে।
5) 5ম এ চন্দ্র জাতকে রোমান্টিক করে,সাধারণত কন্যা সন্তান হয়(যদিও আরো অনেক কিছু দেখতে হয়),সাহিত্যে অনুরাগী হয়।
আরো পড়ুন :- গ্রহ রাজ শনি আপনার জীবনে কি প্রভাব ফেলে বিস্তারিত জানুন
6) 6th এ চন্দ্র থাকলে ঠান্ডা লাগার সমস্যা থাকে, জল জনিত রোগে ভোগার সমস্যা থাকে, তবে শত্রুতা থেকে অনেক সময় জাতক রেহাই পায়। অনেকের বাড়িতে একুরিয়াম থাকতে দেখা যায়।
7) 7ম এ চন্দ্র থাকলে জাতকের স্ত্রী/স্বামী খুব আকর্ষণীয় হয়,তবে মানসিক চঞ্চলতা দেখা যায়।spouse খুব খুঁতখুঁতে ও স্মার্ট হয়।
8) 8ম এ চন্দ্র ভাল হয় না, বিভিন্ন ভাবে ক্রনিক রোগের সৃষ্টি করে।
9) 9ম এ চন্দ্র ভাগ্য উন্নতি করায়, বাবার 7এ সম্পর্ক ভাল করায়, আধ্যাতিক উন্নতি করায়। পীড়িত হলে ভাল হবে না।
10) 10 এ চন্দ্র কর্মের উন্নতি করবে কারক গ্রহ হলে,তবে কর্মের ক্ষেত্রে অনেক সময় ups – down দেখা যায়।
11) 11 এ চন্দ্র ভাল ফল দেয়। পীড়িত না হলে জাতক জীবনে ক্ষতির থেকে লাভ বেশি পায়।
12) 12 এ চন্দ্র ভাল নয়। সুখ শান্তি বিনষ্ট করে। মায়ের জায়গা খারাপ করে। জাতক একাকীকত্বে ভোগে।
বিশেষ দ্রষ্টব্যঃ :-
চন্দ্রের বিচার শুধু ঘর দেখে করলে হবে না। নক্ষত্র,ভাব,গ্রহবল,দৃষ্টি,ইত্যাদি দেখতে হয়।
আরো পড়ুন :- সূর্য গ্রহ আমাদের জীবনে কি প্রভাব দেয় বিস্তারিত জানুন
————————————————————————-
জ্যোতিষ গবেষক বিদ্যুৎ ব্যানার্জি
চেম্বার নিজ বাসভবন
মেমারি,পূর্ব বর্ধমান
ফোন – 9735587023 ( বুকিং সময় বিকাল 5 টা থেকে রাত্রি 8 টা)
( ফোন এর মাধ্যমেও প্রেডিকশন দেওয়া হয়)