Bangla News Dunia , জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য :- সামনেই পয়লা বৈশাখ , নতুন বছরের শুরু এই নতুন বছর যাতে সুখে , শান্তিতে থাকতে পারেন ও জীবনে আসে আর্থিক উন্নতি এটা সকলেই চান। কিন্তু বিভিন্ন কারণে তা হয়ে ওঠে না। তার জন্য সবার আগে দেখতে হয় কেন তা হলো না। আর জীবনে যাতে আর্থিক উন্নতি আসে ও সুখ , শান্তিতে থাকতে পারা যায় তার জন্য কি কি কি করতে হবে তা দেখতে হবে। তবেই সমস্যার সমাধান হবে।
জ্যোতিষ শাস্ত্র মতে , নতুন বছরে মানুষ নতুন করে শুরু করতে পারে। তার জন্য সঠিক পরিকল্পনা ও সঠিক নিয়ম পালন করা দরকার। তবেই সর্বশেষ্ঠ ফল পাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক নতুন বছরে আর্থিক উন্নতির জন্য কি কি নিয়ম পালন করা জরুরি।
১. প্রতি বৃহস্পতিবার লক্ষী পুজো করে বা লক্ষীর ঘট স্থাপন করে তাতে পুজো করুন ও তুলসী তলায় কাঁচা দুধ ঢালুন।
২. নতুন বছরে টাকা রাখার আলমারি বাড়ির উত্তর দিকে রাখুন। এতে বাড়ির আর্থিক উন্নতির সম্বাভনা বৃদ্ধি পায়।
৩. আপনি বাড়ির যেই স্থানে টাকা রাখেন সেই স্থানে কোনো শুভক্ষণ দেখে কাঁচি হলুদ ও কড়ি একসাথে একটি লাল কাপড়ে বেঁধে রাখুন।
৪. প্রতিদিন বাড়ীতে বা ব্যবসা ক্ষেত্রে লক্ষী বা গণেশের পুজো করুন।
৫. যদি সম্বভ হয় বছরে একবার বাড়িতে ধনলাভ যজ্ঞ করান। প্রতি শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে এই যজ্ঞ করালে ভালো ফল দেয়।
৬. খেতে বসার আগে পশু বা পাখির জন্য খাবারের কিছুটা অংশ সরিয়ে রাখুন। কিন্তু পাতার অবশিষ্ট অংশ খেতে দেবেন না।
৭. বাড়িতে পুজোপাঠ করে শ্রী যন্তম স্থাপন করুন। ব্যবসা ক্ষেত্রে কুবের যন্ত্র স্থাপন করুন।
আরো পড়ুন :- টোটকা : একটি আয়না বদলাতে পারে আপনার ভাগ্য
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ডঃ শুভঙ্কর আচার্য
কুষ্টি বিচার , বাস্তু , প্রেম , বিবাহ , শত্রুদমন , ভাগ্য বিচার , চাকরি , ব্যবসা , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি , মাঙ্গলিক দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – গড়িয়া , ধামুয়া , দমদম , মেচেদা , তারাপীঠ
ফোন – 9674648391 , 9831147880 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)