Bangla News Dunia , জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- এলাচ প্রায় আমরা সকলেই বাড়িতে ব্যবহার করে থাকি। এলাচের মধ্যে রয়েছে একটা সুন্দর গন্ধ যা আমাদের রান্নায় বা মিষ্টিতে আনে অনন্য এক গন্ধ। কিন্তু এই এলাচের মধ্যে লুকনো রয়েছে বহু গুণ, যা মানুষের নানা প্রকারের স্বপ্ন পূরণে সাহায্য করতে পারে।
পড়া লেখায় উন্নতি :- পড়ালেখায় উন্নতি চাইলে কয়েকটা এলাচ দুধে ফুটিয়ে নিন। তার পর তা কাউকে খাইয়ে দিন। তবে অবশ্যইএই এলাচ দিয়ে গরম করা দুধ বাড়ির কাউকে খাওয়ালে কাজ হবে না। বাড়ির বাইরের কউকে খাওয়াতে হবে।
আরো পড়ুন :- নতুন বাড়ি তৈরির সময় অবশই মাথায় রাখবেন এই বিষয় গুলি
কর্মে উন্নতি ও মাইনে বৃদ্ধি :- কর্মে উন্নতি ও মাইনে বৃদ্ধি হোক এটা কেনা চায়। তবে কর্মে উন্নতি ও মাইনে বৃদ্ধি করতে চাইলে কয়েকটা এলাচ একটা সবুজ কাপড়ে বেঁধে রাতে শোবার আগে বালিশের নীচে রেখে ঘুমিয়ে পরুন এবং পরের দিন তা বাড়ির বাইরের কোনো মানুষকে দান করে দিন।
যে কোনও কাজে সাফল্য পেতে :- যে কোনও কাজে সাফল্য পেতে হলে। যখন ওই দরকারি কাজে বেরোবেন তখন হাতের মুঠোয় পাঁচটা এলাচ নিয়ে কিছুক্ষণ রাখতে হবে। তার পর সেগুলো মুখে দিয়ে কাজে বেরোলে যে কোনও কাজে সাফল্য পাওয়া যাবে।
দীর্ঘ দিন বিয়ে না হলে :- বিয়ে হওয়া নিয়ে অসুবিধা থাকলে বৃহস্পতিবার মিষ্টি এবং এলাচ ঠাকুরকে অর্পণ করুন এবং সঙ্গে ঘিয়ের প্রদীপ জ্বালতে হবে। প্রসাদের ( মিষ্টি ও এলাচ ) সঙ্গে জল অর্পণ করতেই হবে।
শুক্র গ্রহের উন্নতি করতে :- অনেকের শুক্র খারাপ থাকে। যদি কোনও ভাবে শুক্র খারাপ বা পীড়িত থাকে তা হলে এক ঘটি জল নিয়ে তাতে তিনটে এলাচ দিয়ে ফোটাতে হবে যতক্ষণ না সেই জল অর্ধেক হয়ে যাচ্ছে ততক্ষন ফুটিয়ে যেতে হবে। তার পর সেই জলটা স্নানের জলের সঙ্গে মিশিয়ে স্নান করে নিন। খুব ভালো ফল পাবেন।
আরো পড়ুন :- জানুন জ্যোতিষ মতে, কখন ব্যবসা শুরু করলে জীবনে প্রতিষ্ঠা পাওয়া সম্বভ
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ সম্পর্কিত যে কোন কঠিন সমস্যার সমাধান করাতে যোগাযোগ করুন
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
হরিণঘাটা বটতলা স্টপেজ নদীয়া (নিজ বাসভবন)
মো:- 9093476035
8906174912
অগ্রিম নাম বুকিং আবশ্যক