Bangla News Dunia , জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- মানুষের জীবনে যত প্রকার সম্পর্ক রয়েছে তার মধ্যে সবথেকে পবিত্র এবং মধুর সম্পর্ক হল মা এবং সন্তানের সম্পর্ক। এই মা এবং সন্তানের সম্পর্কের মধ্যে থাকে অভাবনীয় একটি বন্ধন। এই সম্পর্ক শুধু মাত্র অনুভবের মাধ্যমেই বোঝা যায় । মা তাঁর সমস্ত কিছু উৎসর্গ করে দিতে পারেন সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। আর যখন এই সম্পর্কে ছেদ আসে তখন জীবনের সব কিছুই মূল্যহীন হয়ে পরে। জ্যোতিষ শাস্ত্র মতে জন্মছকে গ্রহের অবস্থানের জন্য অনেক সময় দেখা যায় মা এবং সন্তানের এত দৃঢ় সম্পর্কেও শত্রুতার সৃষ্টি হয়।
আরো পড়ুন :- রাশি অনুযায়ী কোন রং এই বছর আপনার জন্য শুভ হতে পারে , জেনে নিন
কেনো মাতৃশত্রু যোগ সৃষ্টি হয় :- বুধ লগ্নপতি ও চতুর্থপতি হয়ে যদি পাপ গ্রহ দ্বারা পূর্ণ দৃষ্ট হয় তখন মাতৃশত্রু যোগ সৃষ্টি হয়। তবে এই ধরনের যোগ মিথুন লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই বেশির ভাগ প্রযোজ্য হয়ে থাকে, কারণ মিথুনলগ্ন জাতক জাতিকার বুধ লগ্নপতি ও চতুর্থপতি।
এই যোগের ফলে কি হয় :-
১. এই ধরনের যোগে সন্তান মাকে ঘৃণার চোখে দেখে।
২. এই যোগে মায়ের প্রতি সন্তানের যে কর্তব্য তা করা থেকে সর্বদাই সন্তান মুখ ফিরিয়ে থাকে।
৩. এই যোগে মায়ের প্রতি দায়িত্ব পালন করতে অক্ষম হয় ।
৪. এই যোগের ফলে মায়ের প্রতি সন্তানের যেই সম্মান দেওয়া উচিত তা কোনও ভাবেই সন্তান দিতে পারে না।
৫. এই যোগ থাকলে অনেক সময় সন্তান মায়ের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।
আরো পড়ুন :- রাশি পরিবর্তন করেছে রবি , এই রাশির পরিবর্তনে আপনি কি ফল পাবেন জানুন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ সম্পর্কিত যে কোন কঠিন সমস্যার সমাধান করাতে যোগাযোগ করুন
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
হরিণঘাটা বটতলা স্টপেজ নদীয়া (নিজ বাসভবন)
মো:- 9093476035
8906174912
অগ্রিম নাম বুকিং আবশ্যক