জ্যোতিষ শাস্ত্র মতে, শরীরের তিল দেখে জেনেনিন আপনার বিবাহিত জীবন কেমন হবে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- জ্যোতিষ মতে মানুষের শরীরের তিলের সাথে তার বিবাহিত জীবনের মিল রয়েছে। তাই মানব শরীরে তিলের অবস্থান দেখে বলা যায় তার বিবাহিত জীবন কেমন হতে পারে। মানব শরীরে তিল এক এক জাগায় এক এক রকমের হয়ে থাকে , আবার ওই তিল কালো ও লাল রঙের ও হয়ে থাকে।

১. নাকের পাশে :- বিয়ের পর সব স্বপ্ন সফল হয়ে থাকে। এছাড়া বিয়ের পর বিলাশ বহুল জীবন হয়।

২. পায়ের তলায় :- বিয়ের পর খুব দেশ – বিদেশ ঘুরবেন।

৩. নাকের ডগায় তিল :- নাকের ডগায় তিল থাকলে যৌন জীবনের সমস্যার জন্য দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে।

৪. নাকের পাশে তিল :- স্বপ্ন পূরণ ও বিয়ের পরে বিলাসবহুল জীবন।

আরো পড়ুন :- চাকরিতে পদোন্নতি চান ? তবে অবশ্যই এই কাজটি করুন

৫. ভুরুর নিচে তিল :- পরিবারে অশান্তি লেগেই থাকবে। দাম্পত্য সম্পর্ক মসৃণ হবে না।

৬. কোমরে তিল :- কোমরে তিল থাকলে আপনার স্বামী বা স্ত্রী ভাগ্য রূপবান ও রূপবতী হবে।

৭. ডান গালে তিল :- বিয়ের পর ভাগ্য পরিবর্তন একপ্রকার নিশ্চিত বলা যায়।

৮. জোড়া ভুরুর মাঝে তিল :- বিয়ের পরে এদের জীবনে সফলতা আসে।

৯. বুকে তিল :- বুকের ডান দিকে তিল থাকলে বিয়ের পূর্বে অনেক লড়াই করতে হবে। কিন্তু বিয়ের পরে জীবনে উন্নতি আসবে।

১০. কানের পিছনে তিল :- একজন পারিবারিক মানুষ হবেন।

১১. চোখের কোনায় তিল :- পুরুষদের চোখের কোনায় তিল থাকলে ছোটোখাটো স্ত্রীর এতে ঝড়গা হয়। মেয়েরা তার চোখেই পুরুষদের ঘায়ের করতে পারে।

আরো পড়ুন :- ভাগ্য পরিবর্তন করতে চাইলে এই ৫ টি জিনিষ ঘরে রাখুন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

————————————————————————–

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন