Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ঠাকুর ঘরে কিছু ভুল কাজ করবেন না। আমাদের প্রত্যেক হিন্দু ধর্মালম্বী মানুষদের বাড়িতে একটি করে ছোট কিংবা বড়ো ঠাকুর মন্দির থাকে। ঘরের মধ্যে একটি মন্দির বা ঠাকুর ঘর থাকলে ঘরে সুখ এবং শান্তি বজায় থাকে। তার জন্য বাড়ির সব লোক জনদের মধ্যে ঈশ্বরের প্রতি ভালোবাসা ও বিশ্বাস বজায় থাকে। কিন্তু ধরুন এই ঠাকুর ঘর তৈরি বা সাজানোর সময় যদি আমরা কিছু ভুল করে থাকি। সেই সব ভুল কাজ করার ফলে ঠাকুরের উপাসনা সফল হয় না উল্টে ঈশ্বর রুষ্ট হয়ে যান।
আমাদের ভুল কাজের ফলে সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হয়ে যায়। জানেন কি বাস্তুশাস্ত্র মতে বাড়ির ঠাকুর মন্দিরটি সর্বদা অথবা উত্তর দিকে করা উচিত। বাড়ির ঠাকুর ঘরে কখনোই একাধিক প্রতিমা বা কোনো ছবি রাখবেন না। এছাড়াও একই প্রতিচ্ছবি থাকলে সেগুলো মুখোমুখি রাখবেন না। আপনার ঘরে কোনো ঠাকুর অথবা ঈশ্বরের পায়ের দিকে ঘুমাবেন না। আপনার বাড়ির ঠাকুর ঘরের সামনে অথবা পাশে শৌচাগার তৈরি করবেন না।
আরো পড়ুন :- ধন সম্পদ বৃদ্ধিতে সাহায্য করে বিশেষ ৫ রত্ন ! বিস্তারিত পড়ুন
প্রসঙ্গত ঠাকুরঘরে নিয়মিত প্রার্থনা করা উচিত। দেখবেন ভুলেও দিনের বেলাতে বাড়ির মন্দির বন্ধ করা উচিত নয়। ঠাকুর ঘরে পূজা দেবার সময় বা আরাধনা করার সময় ঈশ্বরকে অবশ্যই সামান্য কিছু ভোগ দিতে হবে। ঠাকুর ঘরে পুজো করার সময় ধুপ, ধুনা জ্বালানো উচিত। ঠাকুর ঘরে যে সকল দেবতার দেন , সেই দেবতার মূর্তির ছবি ভাঙ্গা বা ছেরা রাখা উচিত নয়। তাই মেনে চলুন এই সকল কিছু টিপস।
Highlights
1. ঠাকুর ঘরে কিছু ভুল কাজ করবেন না
2. তাই মেনে চলুন এই সকল কিছু টিপস
#GOD #TIPS #ASTRO TIPS #LIFE