Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- সনাতন ধর্মে প্রতিদিন হিন্দু দেবী-দেবতার পুজোর বিধান রয়েছে। কিন্তু প্রধান দেব-দেবীর মধ্যে আদি পঞ্চদেবই সামিল। আবার ত্রিদেবে শুধুমাত্র তিনজন দেবতা রয়েছেন। আমরা বাড়িতে সাধারণত যে সমস্ত দেব-দেবীর ছবি বা মূর্তি রাখি, তাঁরা হলেন শিব, লক্ষ্মী-গণেশ, লক্ষ্মী, দুর্গা, বিষ্ণু, বজরংবলী ইত্যাদি। কিন্তু দেবতাদের স্বরূপের এমন কিছু মূর্তি রয়েছে যা কখনও বাড়ির ঠাকুরঘরে রাখতে নেই। জেনে নিন ঠাকুরের কোন ছবি বাড়িতে রাখবেন না —–
আরো পড়ুন :- শনিবার কিনবেন না বেশ কিছু জিনিষ, না হলে পড়বেন বিপদে
১. শাস্ত্র মতে শিবের নৃত্যরত রূপের প্রতিমা অর্থাৎ তাঁর নটরাজ স্বরূপের মূর্তি বাড়িতে রাখতে নেই। কারণ শিব সাধারণত তখনই নৃত্য করেন যখন তিনি কোনও কারণে ক্ষুব্ধ হয়ে যান। তাই বাড়িতে শিবের তাণ্ডবেরমূর্তি অর্থাৎ নটরাজ মূর্তি বা ছবি লাগানো উচিত নয়। তবে ব্যবসা ক্ষেত্রে রাখা যেতে পারে।
২. লক্ষ্মী চঞ্চলা। কখনও এক স্থানে স্থির থাকেন না। শাস্ত্রে লক্ষ্মীর বিভিন্ন মুদ্রার ছবি ও মূর্তির উল্লেখ পাওয়া যায়। কোথাও লক্ষ্মী পদ্মের ওপর বসে আবার কোথাও দাঁড়িয়ে। শাস্ত্র মতে বাড়িতে কখনও লক্ষ্মীর দাঁড়িয়ে থাকা মুদ্রার ছবি বা প্রতিমা রাখতে নেই।
৩. মহাকালী আদিশক্তি দেবী পার্বতীর স্বরূপ। দৈত্যদের সর্বনাশ করার জন্য এই রূপ ধারণ করেছিলেন তিনি। মহাকালীর রাগ সীমাহীন। তাঁর রাগ সহজে শান্ত করা যায় না। তাই বাড়িতে মহাকালীর বা যে কোনও দেব-দেবীর রাগী মুদ্রার ছবি রাখতে নেই। তবে কালীর সৌম্য মুদ্রার ছবি রাখা যেতে পারে।
৪. শনি ন্যায় প্রিয় ও কর্মফলদাতা। কিন্তু তাঁর স্ত্রীর দ্বারা অভিশপ্ত হওয়ার পর তাঁর দৃষ্টি দোষযুক্ত হয়ে পড়ে। শাস্ত্র মতে শনি সবসময় বক্র দৃষ্টিতে দেখেন। তাঁর চোখের দিকে তাকালে ব্যক্তির ওপর অশুভ প্রভাব পড়তে পারে। তাই শনির পায়ের দিকে দেখে তাঁকে প্রমাণ করা উচিত। আবার বাড়িতে শনির মূর্তি পুজো করা উচিত নয়।
৫. শুধুমাত্র নবগ্রহের পুজোর সময়েই বাড়িতে রাহু-কেতুর মূর্তির পুজো করা যেতে পারে। তবে নবগ্রহ ছাড়া বাড়িতে শুধু মাত্র রাহু-কেতুর মূর্তি পুজো করা উচিত নয়।
আরো পড়ুন :- জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে বজরংবলীকে খুশি করুন কিছু সহজ উপায়ে
আরো পড়ুন :– রাহু-কেতুর রাখাপ প্রভাব দূর করতে করুন এই কাজ
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। অনলাইনে সমস্ত সমস্যার সমাধান করা হয়। দক্ষিনা মাত্র ৪০০ (400) টাকা।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )