Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- অনেক সময় দেখা যায় বিয়ের পর বেশ কিছু দিন সম্পর্ক ভালো থাকে কিন্তু তার পর দাম্পত্য সম্পর্ক বিভিন্ন কারণে খারাপ হতে শুরু করে। আর এই খারাপ হতে থাকা সম্পর্ক আসতে আসতে ডিভোর্স পর্যন্ত চলে যায়। আবার অনেকে অন্য সম্পর্ক জড়িয়ে পড়েন। তবে বেশ কিছু দিন পর যখন হুঁশ ফেরে ততক্ষনে সব শেষ হয়ে যায়। তাই দাম্পত্য সম্পর্ক সর্বদা ভালো রাখতে ও দাম্পত্য জীবনে শান্তি ফেরাতে এই নিয়ম গুলি পালন করুন —
আরো পড়ুন :- জীবনে সাফল্য পেতে নতুন বছরে গীতার এই মন্ত্রগুলির মনে রাখুন
দাম্পত্য কলহ দূর করতে পাতিলেবু খুবই কার্যকর। একটা পাতিলেবু চারটি টুকরো করে নিন। এই টুকরোগুলো বাড়ির চার দিকে রাখুন এক একটি করে । টানা ৪০ দিন এভাবে লেবুর টুকরো বাড়ির চার দিকে রাখুন। দেখবেন দাম্পত্য কলহ দূর হবে।
কখনোই আপনার সঙ্গীকে কালো বা নীল রঙের কিছু উপহার দেবে না। এই দুই রং দাম্পত্য অশান্তি ডেকে আনে। দাম্পত্য কলহ দূর করতে এই টোটকা অবশ্যই মেনে চলুন। কালো রং অনেকের জন্য অশুভ আবার অনেকের জন্য এই কালো রং শুভ। কিন্তু, জ্যোতিষ শাস্ত্র মতে , কালো ও নীল রং এর উপহার দেওয়া এড়িয়ে চলা উচিত।
দাম্পত্য জীবন সুখের হতে গেলে ঈশ্বরের কৃপা প্রয়োজন। এক্ষেত্রে ভগবান কৃষ্ণের আরাধনা করুন। রাধা-কৃষ্ণের কৃপায় দাম্পত্য জীবন সুখের হবে। দাম্পত্য জীবনের কলহ চরম পর্যায় পৌঁছালে রোজ রাধা-কৃষ্ণের পুজো করুন। ভগবান শ্রী কৃষ্ণকে হলুদ ফুল দিয়ে পুজো করুন।
এছাড়াও ঘর মোছার ( পরিষ্কার ) সময় নুন জল ব্যবহার করুন। নুন জল দিয়ে ঘর মুছলে দাম্পত্য বিবাদ দূর হয়। জ্যোতিষ শাস্ত্র মতে, বাড়িতে নেগেটিভ শক্তি উৎপন্ন হলে তা দাম্পত্য সম্পর্কে খারাপ প্রভাব ফেলে। এক্ষেত্রে নুন জল দিয়ে ঘর মুছলে দারুন উপকার পাবেন।
আরো পড়ুন :- ঘুমের সময়ের এই কয়টি অভ্যেস তৈরি করছে বাস্তুদোষ, জানুন কি করা উচিত
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)