দাম্পত্য জীবনের ঝামেলা থেকে মুক্তি পেতে এই বাস্তু নিয়ম গুলি পালন করুন, ফিরবে সুখ-শান্তি

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- শাস্ত্রে বলা হয় স্বামী-স্ত্রীর সম্পর্ক সবচেয়ে সুন্দর সম্পর্ক। মানুষের দাম্পত্য জীবনে ভালোবাসা, বিশ্বাস ও মাধুর্য বজায় থাকলে জীবন সুখে ভরে ওঠে। স্বামী-স্ত্রী যখন পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন অনেক আশা-আকাঙ্খা নিয়ে তাদের সম্পর্ক শুরু হয়। কিন্তু সংসার করতে গিয়ে দেখা যায় ছোটখাটো ঝগড়া এবং তর্কের কারণে সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি হয়। আর দাম্পত্য জীবনের চলমান সমস্যার একটি কারণ হতে পারে বাস্তু ত্রুটি। আর যার জন্য দাম্পত্য সম্পর্ক নষ্ট হতে পারে। তবে দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আসুন জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু নিয়ম।

আরো পড়ুন :- জ্যোতিষ শাস্ত্র মতে, বাস্তু দোষ দূর করতে এই টোটকা গুলি পালন করুন

১. বিবাহিতদের ঘরে জোড়ায় জোড়ায় পাখির ছবি রাখা উচিত। যেমন জোড়া পায়ড়া, খরগোশ ইত্যাদি। এছাড়া ঘরে রাধা-কৃষ্ণের ছবিও লাগাতে পারেন।

২. আপনি যদি আপনার বেডরুমে বিয়ের ছবি লাগাতে চান তবে তা পশ্চিম দিকের দেওয়ালে লাগাবেন।

৩. বিবাহিত দম্পতিরা তাদের মাস্টার বেডরুমে গোলাপ, জুঁই এবং রজনীগন্ধার মতো সুগন্ধি ফুল রাখতে পারেন। তবে মনে রাখবেন ফুল শুকিয়ে গেলে বা বাসি হয়ে গেলে সঙ্গে সঙ্গে তা ফেলুন।

 

niladri misra

 

৪. বিবাহিতদের বেডরুমের জন্য হালকা সবুজ, গোলাপি, সাদা, নীল, হলুদের মতো রং বেছে নেওয়া উচিত। এই রং ঘরে ইতিবাচকতা আনবে।

৫. বেডরুমে অতিরিক্ত ইলেকট্রনিক্স জিনিসপত্র রাখবেন না। এগুলোর কারণে বাস্তু দোষ সৃষ্টি হয় এবং এর সঙ্গে মানসিক চাপও বাড়ে।

৬. দম্পতির বেডরুমে কখনই মৃত পূর্বপুরুষের হিংসাত্মক ছবি রাখবেন না। কারণ স্বামী-স্ত্রীর সম্পর্কের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ে।

৭. রাতে ঘুমানোর সময় আপনার মাথা দক্ষিণ দিকে এবং পা উত্তর দিকে থাকা উচিত। আর আপনার বিছানা এই ভাবে না থাকলে তা পরিবর্তন করে নিন।

৮. শোওয়ার ঘরে খুব বড় আয়না থাকলে তা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন। তবে বিছানার ঠিক সামনে আয়না থাকলে রাতে কাপড় দিয়ে ঢেকে রাখুন। কারণ সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে যাতে আপনার মুখ দেখতে না পারেন।

আরো পড়ুন :- স্বামী-স্ত্রীর মধ্যে মতের অমিল হচ্ছে ? এই সহজ নিয়ম পালনে দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে 

আরো পড়ুন :- কোন দিকে মাথা রেখে ঘুমানো শুভ ? দেখুন সঠিক বাস্তু টিপস

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন