দেখুন সবচেয়ে শুভ কৌশিকী অমাবস্যার দিনক্ষণ ও সূচী

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :-  মা তারার অপর নাম কৌশিকী। শুম্ভ নিশুম্ভ নামের দুই রাক্ষসের অত্যাচার থেকে অব্যাহতি পেতে দেবতারা দেবভূমি হিমালয়ে মাতা পার্বতীর জন্য তপস্যা শুরু করেন। শুম্ভ নিশুম্ভকে বধ করতে দেবীর নিজ দেহকোষ থেকে এক দেবী আবির্ভূত হয়েছিলেন। যার নাম কৌশিকী। কারণ এই ব্রহ্মার বরে শুম্ভ নিশুম্ভকে কোনো পুরুষ মারতে পারতো না এমনকি মাতৃ গর্ভ থেকে জন্ম নেওয়া কোনো নারীও শুম্ভ নিশুম্ভকে মারতে পারতো না। ফলে দেবী পার্বতীর অংশ থেকে মা কালী আবির্ভুত হন , যাকে কৌশিকী নামেও জানা যায়।

আরো পড়ুন :- নিজের অজান্তেই জন্মছকে মঙ্গলের সমস্যা জীবনকে করে তোলে দুর্বিসহ , খুব সহজেই পান এর থেকে মুক্তি

১২৭৪ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তাই এই বিশেষ তিথিতে মায়ের পুজো দিয়ে পূণ্য অর্জনের জন্য কয়েক লক্ষাধিক ভক্তবৃন্দের সমাগম ঘটে তারাপীঠে। এই অমাবস্যার আরেক নাম ‘তারা রাত্রি’৷ জ্যোতিষ শাস্ত্রের জন্য এই দিনটি খুবই শুভ ৷ তবে এই দিনটি অথাৎ অমাবস্যাটি শুধু হিন্দু শাস্ত্রে নয়, বৌদ্ধ শাস্ত্রেও খুবই গুরুত্বপূর্ণ ৷ কারণ হিন্দু শাস্ত্র থেকেই বৈদ্ধ শাস্ত্রের উৎপত্তি হয়েছে। তবে জেনে নেওয়া এই বছরের কৌশিকী অমাবস্যার দিনক্ষণ ও সূচী সমন্ধে।

niladri misra

এই বছরের কৌশিকী অমাবস্যা কাল অথাৎ ৬ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর সকাল পর্যন্ত পড়েছে । মূলত , বাংলা সময় ২১ ভাদ্র ১৪২৮ সালে এই দিনক্ষণ পড়েছে। ইংরেজি সময় অনুযায়ী কৌশিকী অমাবস্যার মূল তিথি ২০২১ সালের ৬ সেপ্টেম্বর সোমবার সকাল ৭:০৭ মিনিট থেকে শুরু হবে আর ৭ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২১ সালের সকাল ৬টা ৩৬ মিনিটে ছাড়বে এই অমাবস্যা। এই অমাবস্যা চলাকালীন আপনি অনেক শুভ কাজ করতে পারেন। এই অমাবস্যা সমন্ধে আরো উপকারী টোটকা আসছে। পরবর্তী আর্টিকেল গুলিতে , সাথে থাকুন।

আরো পড়ুন :- সেপ্টেম্বর মাসে কোন রাশির আর্থিক অবস্থা কেমন যেতে পারে দেখুন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা

ফোন – 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla news dunia Desk

মন্তব্য করুন