Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- জ্যোতিষ শাস্ত্র মতে , ভাগ্য , গ্রহ , নক্ষত্র , কাল ও স্থানের উপর ভিত্তি করেই নির্ভর করে ব্যবসায় লাভ ও ক্ষতির পরিমাণ। প্রায় প্রতিটি ব্যাবসায়ীর মুখেই শোনা যায় ব্যবসার অবস্থা খুব একটা ভালো নয়। কিন্তু নিজের ভাগ্য জেনেই তবে ব্যবসা শুরু করা উচিত। এর ফলে ব্যবসার মন্দার সমস্যা এড়িয়ে চলা যায়। জেনে নেওয়া যাক কোন গ্রহের প্রভাবাধীন কোন ব্যবসায় উন্নতি হবে আপনার , কোন ধরণের ব্যবসা আপনার জন্য শুভ।
আরো পড়ুন :- জীবনের সকল দুর্দশা থেকে মুক্তি পেতে রবিবার মেনে চলুন এই নিয়ম গুলি
মঙ্গলের প্রভাবাধীন হলে এই দ্রব্যে গুলি নিয়ে ব্যবসা করতে পারেন। যেমন – ধাতু বা ধাতব কোনো পদার্থ , চিনি , মিছরি , গুড় , তামা, মুশুর ডাল , ইট , লোহা , সিমেন্ট , লাল রঙের যে কোনো দ্রব্যে , রত্ন , কফি , চা , কোকো , আগ্নেয়াস্ত্র , বৈদ্যুতিক দ্রব্যে , শেয়ার ইত্যাদি।
শুক্রের প্রভাবাধীন হলে এই দ্রব্যে গুলি নিয়ে ব্যবসা করতে পারেন। যেমন – ফটোগ্রাফি , ফ্লিম , সুন্দর ও রঙিন পোষাক , জায়ফল , জয়ত্রী , ত্রিফলা , হীরা বা হীরের গয়না , কোনো দামি রত্ন , গৃহ শয্যার দ্রব্যে , সুগন্ধি বস্তু , প্লাটিনামের গয়না ইত্যাদি।
শনির প্রভাবাধীন হলে এই দ্রব্যে গুলি নিয়ে ব্যবসা করতে পারেন। যেমন – কম্বল , উল , পুরানো কাঠ , সিমেন্ট , কালো ছোলা , মটর , উট , কয়লা , কাঁচা লোহা , কালো রঙের যে কোনো বস্তু , নীল রঙের যে কোনো বস্তু , মোষ ইত্যাদি।
আরো পড়ুন :- শনির দশায় জর্জরিত ? সমস্যা থেকে মুক্তি পেতে নিয়ম মেনে করুন বজরঙ্গবলীর পুজো
বুধের প্রভাবাধীন হলে এই দ্রব্যে গুলি নিয়ে ব্যবসা করতে পারেন। যেমন – তৈল বীজ , পত্রিকা , সবুজ রঙের বস্তু , মটর , প্রকাশনা সংস্থার শেয়ার , সবুজ রঙের দ্রব্যে ইত্যাদি।
রাহু ও কেতুর প্রভাবাধীন হলে এই দ্রব্যে গুলি নিয়ে ব্যবসা করতে পারেন। যেমন – পুরানো ও দুর্লভ দ্রব্যে , ইলেকট্রনিক দ্রব্যে , চামড়ার দ্রব্যে , লোহা , যে কোনো প্রকার যন্ত্রাংশের ব্যবসা , গোমেদ ইত্যাদি।
বৃহস্পতি প্রভাবাধীন হলে এই দ্রব্যে গুলি নিয়ে ব্যবসা করতে পারেন। যেমন – আখ , গম , যব , কপূর , সৈন্ধব লবন , আখের তৈরি জিনিস , হলুদ , সর্ষে , মোম ইত্যাদি।
রবির প্রভাবাধীন হলে এই দ্রব্যে গুলি নিয়ে ব্যবসা করতে পারেন। যেমন – ঠিকাদার বা প্রোমোটারদের ব্যবহার্য দ্রব্যে , কেশর , সর্ষে , মুক্ত , কাচ , কাঠ , ঔষদের ব্যবসা , কোনো কঠিন বস্তু , শীতের দ্রব্যে , সোনা , হলুদ রঙের দ্রব্যে ইত্যাদি।
আরো পড়ুন :- জানুন পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণের কিছু নিয়ম ও উপকারিতা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)