ধনতেরাসের দিন পালন করুন বিশেষ টোটকা , পাবেন আর্থিক উন্নতি

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : দুর্গাপুজো , লক্ষী পূজার পর এবং কালীপুজোর আগে হয় ধনতেরাস উৎসব। অন্যান্য বহু উৎসবের মতো বাঙালি তথা গোটা দেশের মানুষ এই উৎসবও আনন্দ সহকারে পালন করে এবং মা লক্ষ্মীর কাছে আর্থিক শ্রীবৃদ্ধি কামনা করে। ধনতেরাসের দিন লক্ষ্মী পুজো করা অত্যন্ত ভাল বলে গণ্য হয়। সংসারে শ্রীবৃদ্ধি সকলেরই কাম্য। ধনতেরাসের দিন মা লক্ষ্মীর পুজো করার সঙ্গে সঙ্গে ধন সম্পত্তি বৃদ্ধির জন্য করুন এই টোটকা গুলো।

দেখুন একনজরে ——

১. ধনতেরাসের দিন বাড়ির সদর দরজার সামনে মা লক্ষ্মীর চরণ আঁকুন। যদি কোনও ভাবে চরণ আঁকা সম্ভব না হয় দশকর্মার দোকান থেকে কিনে এনেও দিতে পারেন।

avilo home

২. ধনতেরাসের দিন মা লক্ষ্মীর পুজোর সময় কিছুটা ধণে লক্ষ্মীর সামনে অর্পণ করুন এবং সেই ধনে পরের দিন টবে লাগিয়ে দিন। এর ফলে যত নতুন গাছ বেরোবে ততই সংসারে শ্রীবৃদ্ধি হবে।

৩. ধনতেরাসের দিন সন্ধ্যা বেলা ১৩টি প্রদীপ বাড়ির বিভিন্ন জায়গায় জ্বালান। প্রদীপে অবশ্যই সরষের তেল থাকতে হবে। কাজ বাড়ির প্রত্যেকটা সদস্য করতে পারেন।

৪. ধনতেরাসের দিন বাড়িতে রুপোর লক্ষ্মী গণেশের মুর্তি প্রতিষ্ঠা করুন। যদি রুপোর লক্ষ্মী গণেশের মুর্তি সম্ভব না হয় তবে ফটো বা অন্য ধাতুর মূর্তি প্রতিষ্ঠা করা যেতে পারে।

৫. ধনতেরাসের দিন ৭ মুখী রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত শুভ বলে মানা হয়। রুদ্রাক্ষ ধারণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র ১০৮ বার জপ করতে হবে।

৬. লক্ষ্মী দেবীর সামনে একটি লাল চেলি রাখুন এবং তার ওপর ১ টাকা বা ৫ টাকার ১টি কয়েন ও কিছুটা দুর্বা রাখুন। তার পর একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে মনের কামনা মায়ের কাছে নিবেদন করুন।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন