ধনতেরাসের দিন রাশি অনুযায়ী কিনুন কিছু জিনিস, পাবেন সুখ সমৃদ্ধি

By Bangla News Dunia Desk - Pallab

Updated on:

Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :-  ধনতেরাস তিথির দিনটি কুবের ও লক্ষ্মীকে সমর্পিত। চলতি বছর ২৩ অক্টোবর ধনতেরাস। এদিন কেনাকাটা করা অত্যন্ত শুভ। শুধু তাই নয়, রাশি অনুযায়ী কেনাকাটা করলে ধন ও বৈভব বৃদ্ধি পায়। পাশাপাশি দীপাবলীতে রাশি অনুযায়ী লক্ষ্মী-গণেশের প্রতিমা বাড়ি আনলে সুফল পাবেন। তবে চলুন দেখে নেওয়া যাক কোন রাশির মানুষরা ধনতেরসে কী কিনবেন ?

আরো পড়ুন :- লক্ষ্মী পুজোর পরেই অর্থলাভ, বেতনবৃদ্ধির সম্ভাবনা ? দেখুন কোন রাশির তৈরী হচ্ছে বিশেষ রাজযোগ

​মেষ ও বৃষ রাশি —-

মেষ রাশির জাতকদের ধনতেরসের দিনে তামা ধাতুর বাসন ক্রয় করা উচিত। ফলে মেষ জাতকদের লক্ষ্মী লাভের পথ প্রশস্ত হবে। অন্য দিকে বৃষ রাশির উজ্জ্বল পলিশ করা বাসন কেনা উচিত। গহনা কেনার পরিকল্পনা থাকলে রুপোর অলংকার কিনতে পারেন।

​মিথুন ও কর্কট রাশি —–

ধনতেরাসে মিথুন রাশির জাতকরা কাঁসার বাসন কিনুন। কর্কট রাশির জাতকদের রুপোর বাসন বা অলংকার কেনার পরামর্শ দেওয়া হচ্ছে। শাস্ত্র মতে এই জিনিস ও মূর্তি কিনলে পরিবারে সুখ-সমৃদ্ধির আগমন ঘটে। লক্ষ্মী প্রসন্ন হবেন।

 

susanto sastri

 

​সিংহ ও কন্য রাশি —–

সারা বছর যাতে আনন্দে কাটে এই কারণে সিংহ রাশির জাতকদের তামা বা গোল্ডেন পলিশ করানো বাসন কেনার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি কন্যা রাশির জাতকরা কাঁসার বাসন কিনবেন।

আরো পড়ুন :- জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে বজরংবলীকে খুশি করুন কিছু সহজ উপায়ে

​তুলা ও বৃশ্চিক রাশি ——

ধনতেরসে আপনার পরিবারে যাতে সুখ-সমৃদ্ধির আগমন ঘটে এই কারণে তুলা রাশির জাতকদের বৈদ্যুতিন জিনিস, রুপোর বাসন কেনা উচিত। অন্য দিকে বৃশ্চিক রাশির জাতকদের তামার বাসন কেনার পরামর্শ দেওয়া হচ্ছে।

​ধনু ও মকর রাশি —-

ধনতেরসের দিনে পিতলের বাসন, সোনার গহনা কিনলে মা লক্ষ্মী ধনু রাশির মানুষের পরিবারের সদস্যদের সুখ-সমৃদ্ধি প্রদান করে। জ্যোতিষ পরামর্শ মেনে মকর জাতকদের বৈদ্যুতিক জিনিস বা লোহার বাসন কেনার পরামর্শ দেওয়া হচ্ছে।

​কুম্ভ ও মীন রাশি —–

কুম্ভ রাশির জাতকরা বহু দিন ধরে গাড়ি কেনার পরিকল্পনা করছেন, তাঁরা ধনতেরসে নিজের ইচ্ছাপূরণ করতে পারেন। মীন রাশির জাতকরা পিতলের বাসন, সোনা-রুপোর অলংকার কিনলে শুভ ফল পেতে পারেন।

আরো পড়ুন :- জীবনের যাবতীয় সমস্যা দূর করতে, বাস্তু মতে বাড়িতে আনুন কিছু জিনিষ

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন