Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জ্যোতিষশাস্ত্র অনুসারে, ৫ বছর পর ধনু রাশিতে তৈরি হতে চলেছে লাকি ত্রিগ্রহী যোগ। ২৭ ডিসেম্বর মঙ্গল নিজের রাশি ধনু ছেড়ে প্রবেশ করবে বৃশ্চিকে। সেখানে সূর্য আর বুধ আগে থেকেই উপস্থিত থাকছে। আর যার ফলে তৈরি হচ্ছে বিশেষ ত্রিগ্রহী যোগ।
আরো পড়ুন :- শনির সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব থেকে মুক্তি পেতে চান ? পালন করুন কিছু সহজ উপায়
বহু বছর পর জ্যোতিষশাস্ত্র মতে ধনু রাশিতে তৈরি হতে চলেছে ত্রিগ্রহী যোগ। একাধিক রাশি লাভের মুখ দেখতে চলেছেন। এঁরা কেরিয়ার ও ব্যবসায়ে উন্নতি করতে চলেছেন। দেখে নেওয়া যাক সেই সব রাশি কারা —
১. মেষ রাশি : এই যোগ আপনার গোচর কুণ্ডলীতে নবমভাবে তৈরি হবে। এই যোগের ফলে কেরিয়ারে দারুন সাফল্য পাবেন। দেশ বিদেশে করতে পারবেন যাত্রা। সব দিক থেকে আপনি পাবেন ইতিবাচক ফলাফল।
২. ধনু রাশি : সাহস আর পরাক্রমে অনেক বেশি বৃদ্ধি হবে। বিলাসী কোনও জিনিস নিয়ে এই সময় কেনার পরিকল্পনা করতে পারেন। পরিবারের সকলের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। নতুুন কোনও চাকরি পেতে পারেন।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
৩. তুলা রাশি : এই সময় সাহস আর পরাক্রম বৃদ্ধি হবে। বিদেশের সঙ্গে যাঁদের ব্যবসা জড়িত, তাঁদের এই সময় হবে লাভ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে পড়ুয়ারা রয়েছেন, তাঁদের সফলতা আসতে পারে। এই রাশির মানুষের চাকরি হতে পারে এই সময়।
আরো পড়ুন :- ২০২৪ সালে ছয়টি গ্রহ বক্রী চলনে যাবে ! ফলে ভাগ্য খুলবে কয়েকটি রাশির
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বিশেষ দ্রষ্টব্যঃ – সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ফোনের মাধ্যমে বিভিন্ন সমস্যার প্রতিকার সম্পূর্ণ ফ্রি। আপনি এই সময় ফোন করে জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্রর সাথে কথা বলতে পারেন ফ্রিতে।
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)