Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- গুরু পূর্নিমার তিথি অত্যন্ত শুভ বলে ধরা হয় ৷ এই পূণ্য তিথিতে বেশ কিছু ক্রিয়া করলে বিপুল ধন সম্পত্তি লাভ, সৌভাগ্য লাভ করা সম্ভব ৷ একনজরে দেখে নিন উপায় গুলি।
আরো পড়ুন :- সংসারে সুখ আনতে ও সকল দুঃখ দূর করতে শ্রাবণ মাসে এই উপায়গুলি করুন!
১. গুরু পূর্ণিমায় গোল করে কাটা নারকেল অর্পণ করুন যেকোনও লক্ষ্মী নারায়ণ মন্দিরে ৷ সেই সঙ্গে সামর্থ অনুযায়ী দান করুন।
২. এই দিনে হলুদ রঙের মিষ্টি বা বস্ত্র বিতরণ করলে গুরু দোষ কাটানো সম্ভব ৷
৩. এই দিনে গুরুযন্ত্র প্রতিষ্ঠিত করে প্রতিদিন পূজো করতে শুরু করুন। এতে আর্থিক সঙ্কট থেকে মুক্তি মেলে ম্যাজিকের মতো।
৪. এর পাশাপাশি এদিন গুরু নাম-জপ করলে, গুরুর কথা চিন্তা করলে বহুদিনের না হওয়া আটকে থাকা কাজ বা বিবাহ দ্রুত সম্পন্ন হবে ৷
৫. শিক্ষার্থীরা এই পূণ্য তিথিতে গুরুর কথা স্মরণ করে গীতা পাথ করুন। এতে পড়াশোনায় মন বসবে এবং কাঙ্ক্ষিত সাফল্য লাভ করবেন।
৬. গুরুকে এই তিথিতে হলুদ বস্ত্র নিবেদন করলে সৌভাগ্য আসবে ৷
পূর্ণিমার শুভ তিথি জেনে নিন। চলতি বছরে গুরু পূর্ণিমার শুভ তিথি শুরু হচ্ছে ১৩ জুলাই অথাৎ আজ বুধবার ভোর ৪.০১ মিনিট নাগাদ। তিথি শেষ হচ্ছে ১৪ জুলাই অথাৎ আগামীকাল বৃহস্পতিবার রাত ১২.০৬ মিনিট নাগাদ ৷
আরো পড়ুন :- বুধাদিত্য যোগের ফলে এই ৫টি রাশির ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)