Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জ্যোতিষ শাস্ত্র অনুসারে, বিভিন্ন গ্রহ নির্দিষ্ট সময়ে সময়ে নিজের রাশি ও নক্ষত্র পরিবর্তন করে। তার ফলে একাধিক রাশির ভাগ্য পরিবর্তন হতে শুরু করে। যার প্রভাব মানবজীবনে পড়ে। উল্লেখ্য, গুরু বৃহস্পতি অশ্বিনী নক্ষত্র থেকে বেরিয়ে ভরণী নক্ষত্রে প্রবেশ করছে। তারফলে বহু রাশির জীবনে প্রভাব পড়বে। রাহু এই মুহূর্তে অশ্বিনী নক্ষত্রে রয়েছে। আর গুরু বৃহস্পতি ভরণী নক্ষত্রে রয়েছে। এরফলে আকস্মিকভাবে ধনলাভ হতে পারে ৩ টি রাশির। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন রাশি এই তালিকায় রয়েছেন —-
আরো পড়ুন :- অম্বুবাচীতে করবেন না বেশ কিছু কাজ, না হলে পড়বেন বিপদে
মেষ : স্বাস্থ্যে আগের থেকে ভালো পরিবর্তন আসবে। কাজ ও ব্যবসায় সাফল্য আসতে শুরু করবে। ধনলাভের যোগও তৈরি হবে। যাঁরা অবিবাহিত, তাঁদের বিবাহের যোগ তৈরি হবে। আত্মবিশ্বাস উত্তরোত্তর বাড়বে।
মিথুন : গুরু বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন লাভকারী বলে মনে হচ্ছে এই রাশির। ব্যবসায়ীদের এই সময় দারুন ভালো লাভ হবে। আয়ের নতুন নতুন সূত্র আসতে থাকবে। বিভিন্ন সম্পর্ক থেকে পাবেন লাভ। সন্তানের সুখ পাবেন। ব্যবসায়ীরা পাবেন লাভ। কিছু নতুন লোকজনের সঙ্গে দেখা হয়ে যেতে পারে।
কর্কট : গুরু গ্রহের নক্ষত্র পরিবর্তন কর্কট রাশির জন্য বেশ শুভ হয়ে উঠবে। যে কাজ আপনার অনেকদিন ধরে হচ্ছে না বলে মনে হচ্ছে, তা সম্পন্ন হবে এবার। এর সঙ্গেই হবে ধনলাভ। স্বাস্থ্য আগের থেকে ভালো হবে। ব্যবসা বাড়বে, লাভ চার গুণ বাড়বে।
আরো পড়ুন :- একত্রে গোচর করছেন শনি ও সূর্য ! ভাগ্য খুলবে ৩টি রাশির
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)