Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- জ্যোতিষ ও হস্তরেখা শাস্ত্রে নখ দেখে জাতকের ব্যক্তিত্ব ও স্বভাব সম্পর্কে জানা যায়। নখের গঠন দেখে ব্যক্তির ভবিষ্যৎ সম্পর্কেও অনেক কিছু জানা যেতে পারে। নখের গঠন ব্যক্তি সম্পর্কে অনেক কিছু জানিয়ে থাকে ? দেখুন একনজরে —-
১. লম্বা নখের জাতকরা অধিকাংশ সময় বাড়িতে কাটাতে ভালোবাসেন। এরা সামাজিক ও মিশুকে প্রকৃতির হন। ডিম্বাকৃতি বা গোল নখের জাতকদের নানা ক্ষেত্রে বিশেষ যোগাযোগ ও তার নানা কাজে দক্ষতা খুব বেশি হয়।
আরো পড়ুন :- মেষ রাশিতে হবে বছরের প্রথম সূর্যগ্রহণ, ফলে এই ৪ রাশির মানুষরা হবেন লাভবান
২. নখের আকৃতি চৌখো হলে, সেই জাতকরা শান্ত, ধীরস্থির ও গম্ভীর প্রকৃতির হন। যাদের নখ চৌকো হয়, তাঁদের মধ্যে ভালো নেতার গুণ বর্তমান থাকে। কাজ ও অর্থের বিষয়ে ভাগ্যের সঙ্গ পান এমন আকৃতির নখের জাতকরা।
৩. শাস্ত্রীয় মতে তলোয়ারের মত নখের জাতকরা নিজের লক্ষ্যের প্রতি সমর্পিত থাকেন। কর্মক্ষেত্রে যে কাজই দেওয়া হোক না-কেন, তাতে পূর্ণরূপে সমর্পিত থাকেন। তবে এক বার ধৈর্য হারালে নানান সমস্যার মুখে পড়তে হয় তলোয়ারের মতো নখ সম্পন্ন জাতকদের।
৪. হস্তরেখা শাস্ত্র মতে, যে জাতকের নখ লম্বা ও চওড়া, তাঁরা অত্যন্ত রোম্যান্টিক হন। সৃজনশীল ও কাল্পনিক স্বভাবের হন। এঁদের মধ্যে উৎসাহের প্রাচুর্য থাকে। বিপরীত পরিস্থিতিতেও ভয় পান না এঁরা।
৫. যেসব জাতকদের নখ চওড়া হয় তাঁরা অত্যন্ত খোলা মনের মানুষ হন। ভাগ্যের ভরসায় বসে থাকেন না এঁরা। বরং নিজের বুদ্ধি দিয়ে কাজ করেন। নিজের পরিশ্রম ও একাগ্রতার কারণে সর্বদা প্রথম স্থান দখল করে থাকেন এই জাতকরা।
৬. যেসব জাতকদের নখ ছোট, তাঁরা বুদ্ধিমান ও সতর্ক হন। তাড়াহুড়োয় থাকলেও, নিজের বুদ্ধিমানীর কারণে সাফল্যও লাভ করেন। এঁদের গলা খারাপ থাকে। ম্যানেজমেন্ট গুণ রয়েছে এঁদের মধ্যে।
৭. পাতলা নখের জাতকরা দুর্বল স্বাস্থ্যের মানুষ হন। কাজের চাপ নিয়ে ফেলেন এঁরা। এঁদের মাথা ব্যথাও হতে থাকে। আবার এমন নখের জাতকদের মধ্যে আলস্য ভরে থাকে। ঘুম বেশি পায়, সবসময় কিছু না-কিছু ভুলতে থাকেন।
৮. মোটা নখ হওয়া ভালো। কারণ হস্তরেখা শাস্ত্র অনুযায়ী এমন নখের জাতকরা সুস্বাস্থ্যের অধিকারী হন। কোনও রোগের কারণে এঁরা মোটা হন না। এমন নখের জাতকদের কোনও দীর্ঘকালীন রোগ হয় না।
আরো পড়ুন :- জীবনে নানা সমস্যার সমাধান চান ? মুক্তি দেবে এই ফুল
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )