Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- চলতি বছরের আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। ভালো মন্দ মিলিয়ে গিয়েছে চলতি বছর। আর চলতি বছর বহু আর্থিক টানাপড়েন দেখেছে দেশ ও দুনিয়া মানুষ , আর তার কারণ করোনা ভাইরাস। বিশেষত করোনার থাবা আর লক ডাউনের জেরে জেরবার বিশ্ব অর্থনীতি। কিন্তু নতুন বছরে আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর পালা। তবে বাস্তু শাস্ত্র মতে এমন বেশকিছু জিনিস রয়েছে যা জীবনে আর্থিক উন্নতিতে সহায়তা করে। তবে চলুন জিনিস গুলি কি কি তা সংক্ষেপে দেখে নেওয়া যাক —
আরো পড়ুন :– দেড় বছর পর রাহুর রাশি পরিবর্তনে, এই ৪ রাশির মানুষদের ব্যাপক আর্থিক উন্নতির সম্বাভনা রয়েছে
রূপার হাতি :- হিন্দু পুরাণ ও শাস্ত্র মতে হাতি অত্যন্ত পবিত্র পশু। তাই আপনি লক্ষ করলে বুঝতে পারবেন বিভিন্ন পুরানো ও নতুন মন্দিরে হাতির মূর্তি লাগানো হয়। এমনকি আগেকার রাজ – রাজারাও তাদের প্রসাদের সামনে হাতির মূর্তি লাগিয়ে রাখতেন। গণেশের মাথা হাতির বলে এই পশুকে সমৃদ্ধির প্রতীক মানা হয়। বাস্তু মতে ঘরে একটি রূপোর হাতি রেখে নতুন বছর শুরু করা খুব শুভ।
ধাতব কচ্ছপ :- হিন্দুপুরাণ মতে কচ্ছপকে দেবতা রূপে দেখা হয়। সমুদ্র মন্থনেও কচ্ছপকে কাজে লাগানো হয়েছিল। ভগবান নারায়ণের দশ অবতারের মধ্যে দ্বিতীয় অবতার হলেন কূর্ম অর্থাৎ কচ্ছপ। আর তাই এর মূর্তিকে পবিত্র বলে মনে করা হয়। বাস্তু মতে বাড়িতে ধাতব কচ্ছপ রাখা শুভ মানা হয়। এটি ঘরে রাখলে পরিবারের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। আপনি চাইলে হাতে কচ্ছপের আংটি পড়তে পারেন।
ময়ূরের পালক :- ময়ূরের পালক শ্রীকৃষ্ণের মাথায় শোভা পায়। ভগবান শ্রী কৃষ্ণের সঙ্গে ময়ূরের পালক অঙ্গাঙ্গী ভাবে যুক্ত। শাস্ত্র মতে বাড়িতে ময়ূরের পালক রাখা অত্তান্ত খুব শুভ। এতে করে ভাগ্য বৃদ্ধি পায়। তবে অবশই ঘরে একটি বা তিনটি ময়ূরের পালক রাখুন। বাড়িতে একগুচ্ছ ময়ূর পালক রাখা উচিৎ নয়।
আরো পড়ুন :- ২০২২ সালে শনির রাশি পরিবর্তনের সাথে সাথেই আর্থিক উন্নতি হবে এই রাশির
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )