নতুন বছরে তৈরি হচ্ছে বিয়ের যোগ, সাতপাকে বাঁধা পড়তে পারেন এই রাশির জাতকরা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- নতুন বছরে একাধিক গ্রহের অবস্থান পরিবর্তন হবে। যার ফলে ২০২২ সালে বেশ কয়েকটি রাশির জাতকদের বিয়ের যোগ তৈরি হচ্ছে। নয়া বছরে তাঁদের বিয়ে ঠিক হতে পারে। এমনকি জাতকদের বিয়েও হয়ে যেতে পারে । তবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতকদের জন্য নতুন বছরে বিয়ের যোগ তৈরী হচ্ছে —

১. মীন রাশি :- ২০২২ সালে এই রাশির জাতকদের জীবনে আসবে আনন্দ। আগামী ১৩ এপ্রিল মীন রাশিতে প্রবেশ করবেন বৃহস্পতি। এই সময় এই রাশির জাতকদের বিয়ে ঠিক হতে পারে।

আরো পড়ুন :- কর্পূরের ব্যবহারে ধন – সম্পত্তিতে ভরপুর থাকবে পরিবার

২. বৃশ্চিক রাশি :- নতুন বছরের শুরুতে সহজে জীবনসঙ্গী পাবেন না। ২০২২ সালের  জুলাই থেকে আপনার ভালো সময় শুরু হতে চলেছে । আগামী বছরের নভেম্বরে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবেন শুক্র। সেই সময় এই রাশির জাতকদের  বিয়ে ঠিক হতে পারে।

 

 

৩. কর্কট রাশি :- অর্থ সংক্রান্ত বিষয়ে নতুন বছর ভালো কাটবে এই রাশির জাতকদের। তারই সাথে প্রেম সংক্রান্ত বিষয়ে তাঁদের ভাগ্য ভালো হবে। এদের শুক্র এবং শনির কারণে তৈরি হবে বিবাহের যোগ। আগামী বছর ৭ অগস্ট কর্কট রাশিতে প্রবেশ করছে শুক্র। যার ফলে বিবাহের যোগ তৈরি হবে।

৪. সিংহ রাশি :- ২০২২ সালেএই  রাশির জাতকদের বিয়ের প্রবল সম্ভাবনা রয়েছে। নতুন বছরে সিংহ রাশিতে প্রবেশ করবে শুক্র। যার ফলে এই রাশির জাতকদের  জীবনে বড় পরিবর্তন আসবে। যার ফলে সিংহ রাশির জাতকদের বিয়ে ঠিক হতে পারে।

৫. কন্যা রাশি :- নতুন বছরে এই রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২২ সালে কন্যা রাশিতে প্রবেশ করবেন শুক্র। নতুন বছরের প্রথম চার মাসে জীবনসঙ্গী পাবেন। তারপর বিয়ের যোগ তৈরি হবে।

আরো পড়ুন :- জলের মতো অর্থ খরচ হচ্ছে ? খরচ কমাতে মেনে চলুন এই বাস্তু টোটকা

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন