Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- নতুন বছরে ভালোবাসা ও রোম্যান্সের গ্রহ শুক্র ধনু রাশিতে অবস্থান করবে। বক্রি অবস্থায় থেকে সূর্যের সঙ্গে যুতি করবে শুক্র। শুক্রের প্রভাবে ১২টি রাশির মধ্যে কয়েকটি রাশির রোম্যান্টিক জীবনে সুখ প্রদান করবেন, পাশাপাশি প্রেমের অভিজ্ঞতাও প্রদান করবে। নতুন বছরে কোন কোন রাশির প্রেম জীবন আনন্দে কাটবে জেনে নিন —
আরো পড়ুন :- খুবই খারাপ সময় যাচ্ছে ? সঙ্গে রাখুন এই তিনটি গাছের পাতা
মেষ রাশি :- এই বছর আপনার প্রেম জীবনকে সুন্দর ভাবে গড়ে তুলতে পারবেন এবং নিজের জীবন সঙ্গীর সঙ্গে স্বস্তিদায়ক বন্ধনে আবদ্ধ থাকবেন। আপনাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস বৃদ্ধি পাবে। এই বছর নিজের পছন্দের সঙ্গীর সাথে বিবাহের পরিকল্পনা করতে পারেন।
মিথুন রাশি :- নতুন বছরে এই রাশির জাতকদের প্রেম জীবন আশীর্বাদ প্রমাণিত হবে। এই সময় আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ক মজবুত হবে। এই বছরে একে অপরের সাথে থাকার ইচ্ছা প্রকাশ করবেন এবং সম্পর্ক আরো ভালো হবে। এই বছরে বিভিন্ন উপহার ও ইশারায় আপনার ভালোবাসা ব্যক্ত করতে থাকুন।
কন্যা রাশি :- নতুন বছরে প্রেমের সম্পর্কে সুখানুভূতি হবে। অবিবাহিত জাতকরা কোনো রোম্যান্টিক সম্পর্কের বন্ধনে আবদ্ধ হতে পারেন । যার ফলে আপনার জীবনে সুখ , শান্তি , আনন্দ ও স্থায়িত্ব আসবে। এই বছরে নিজের সঙ্গীর অধিক যত্ন নেবেন। আপনার এই স্বভাবের কারণেই আপনি আপনার জীবন সঙ্গীর মন জয় করতে পারবেন।
বৃশ্চিক রাশি :- এই সময় আপনার প্রেমের সম্পর্কে সন্তুষ্ট থাকবেন। এই সময় গতিশীলতায় ভরে থাকবে আপনার জীবন। এই সময় আপনি প্রতিটি মুহূর্তকে সুন্দর ভাবে সাজাবেন। আপনি যদি একা থাকেন , তা হলে এই বছর ভালোবাসা খুঁজে পাবেন। যার ফলে আপনার জীবন ভারসাম্য যুক্ত হয়ে উঠবে।
মীন রাশি :- নতুন বছরে অবিবাহিত জাতকদের জীবনে ভালোবাসার আগমন ঘটবে। এই সময় আপনার প্রেম জীবন সুখে কাটবে। নতুন বছরে প্রেমিক-প্রেমিকারা প্রেম জীবনে আনন্দ ও সম্পূর্ণতা প্রত্যাশা করতে পারেন। নিজের সঙ্গীর সাথে এই বছর স্পষ্ট কথাবার্তা বলুন। এই সময় অস্পষ্টতাকে কোনও স্থান দেবেন না।
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তি চরমে পৌঁছেছে , শান্তি ফেরাতে পালন করুন সহজ টোটকা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)