নতুন বছর ছাত্রছাত্রীদের জন্য কেমন যাবে ? দেখুন রাশি অনুযায়ী গণনার ফলাফল

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : দু-বছর সব পরীক্ষাও ঠিক মতো নেওয়া সম্ভব হয়নি অনেক ক্ষেত্রে। করোনা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হলেও সব স্বাভাবিক নয়। চোখ রাঙাচ্ছে ওমিক্রন। এই অবস্থাতেও পরীক্ষা ও বিশেষ করে প্রতিযোগিতামূলত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে ছাত্র ছাত্রীরা। দেখে নেওয়া যাক ২০২২-এ কোন কোন রাশির ছাত্র ছাত্রীদের জন্য সাফল্য অপেক্ষা করছে এবং কাদের ফলাফল হতাশ করবে। দেখুন একনজরে —–

মেষ রাশি —– পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। বছরের শুরুতে মিশ্র ফল। জুলাই থেকে নভেম্বর মাসের মধ্যে পড়াশোনায় আশানুরূপ ফল।

বৃষ রাশি ——- ২০২২ সাল বেশ ভালো কাটবে বৃষ রাশির পড়ুয়াদের জন্য। পড়াশোনায় মনোযোগ ও আগ্রহ বাড়বে। উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ হবে অনেক ছাত্র ছাত্রীর।

মিথুন রাশি ——- মিথুন রাশির পড়ুয়াদের জন্য ২০২২ দারুণ রেজাল্ট আনবে। উচ্চশিক্ষার পর কলেজ বা অন্য কোনও শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি মিলতে পারে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের পর প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য।

কর্কট রাশি —— আগামী বছর গড়পরতার থেকে মিশ্র ভালো ফল করবে কর্কট রাশির ছাত্র ছাত্রীরা। তবে যারা সত্যিই মেধাবী, তাঁরা বছরের দ্বিতীয়ার্ধে ভালো ফল আশা করতে পারেন।

সিংহ রাশি —– প্রতিযোগিতামূলক পরীক্ষায় বছরের শুরুতে সাফল্য পাওয়ার যোগ আছে। তবে বছরের মাঝামাঝি সিংহের জাতক পড়ুয়াদের কিছু সমস্যার মধ্যে পড়তে হতে পারে।

কন্যা রাশি —— কন্যার জাতক পড়ুয়ারাও বছরের শুরুতে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন। কেরিয়ারে সাফল্য চাইলে আরও একটু পরিশ্রম করা জরুরি।

তুলা রাশি —– ২০২২-এ পরীক্ষায় দারুণ ফল করার আশা রয়েছে তুলা রাশির জাতকদের। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যোগ। বিদেশে যেতে চাইলে জানুয়ারি থেকে জুনের মধ্যে ভালো যোগ আছে।

বৃশ্চিক রাশি —– কোনও কারণে আগামী বছর পড়াশোনা থেকে অমনোযোগী হতে পারে বৃশ্চিক রাশির জাতকদের। কোনও প্রতিযোগিতামূল পরীক্ষা থাকলে লেখাপড়ায় ফোকাস বাড়াতেই হবে। অনেক পরিশ্রম না করলে পরীক্ষায় হতাশ হওয়ার আশঙ্কা।

ধনু রাশি —– প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যাঁরা প্রস্তুতি নিচ্ছেন ২০২২ সাল তাঁদের জন্য ভালো হতে পারে। পরীক্ষায় সফল হওয়ার যোগ আছে।

মকর রাশি —- মকর রাশির ছাত্র ছাত্রীদের জন্য ২০২২ সাল গড়পরতা কাটবে। সাফল্যের জন্য আরও বেশি পরিশ্রম ও মনোযোগ জরুরি।

কুম্ভ রাশি —– পড়াশোনার পথে ২০২২ সালে বাধার মুথে পড়তে হবে কুম্ভ রাশির পড়ুয়াদের। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ব্যর্থতার আশঙ্কা। উচ্চশিক্ষা করতে চাইলে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ভালো সময়।

মীন রাশি —– ২০২২ সাল পড়াশোনার জন্য উপযুক্ত সময় মীন রাশির জাতকদের। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার ইচ্ছে পূরণ হতে পারে।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন