Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- আমাদের প্রত্যেকের জন্মছকে যে ৯ টি গ্রহ রয়েছে তার সব কটি ভাল হবে, এর কোনও মানে নেই। আমাদের জন্মছকে ভাল মন্দ মিশিয়ে গ্রহের অবস্থান থাকে। আমাদের জীবনকে পজেটিভ এনার্জিতে ভরে রাখতে হলে মঙ্গল গ্রহের প্রতিকার করার বিশেষ প্রয়োজন রয়েছে।
আমাদের মন সর্বদা মঙ্গল দ্বারা প্রভাবিত হয়ে থাকে। যদি আমাদের জন্মছকে মঙ্গল পীড়িত থাকে তবে জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের । যেমন অজির্ণতা, শারীরিক দুর্বলতা, বাড়ি না হওয়া, সন্তান হতে দেরি হওয়া , কর্মে বাধা , রোগ ব্যাধি লেগে থাকা ইত্যাদি। যাঁরা মাঙ্গলিক, তাঁদের ঘরে বৈদ্যুতিক যন্ত্রপাতি খুব দ্রুত খারাপ হয়। এই ধরনের মানুষ একটু অলস প্রকৃতির হন।
আরো পড়ুন :- রাখি পূর্ণিমার দিন করুন এই কাজ , আপনার ভাগ্যের উন্নতি হবে
তবে মঙ্গলের এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু প্রতিকার রয়েছে যেগুলি সঠিক নিয়মে পালন করতে পারলে অত্যন্ত উপকার পাওয়া যায়। তবে চলুন নিয়ম গুলি দেখে নেওয়া যাক।
১. মঙ্গলের দোষ কাটানোর জন্য ভগবান বজরঙ্গবলীর মন্দিরে মঙ্গলবার লাল পতাকা দান করতে পারেন।
২. মঙ্গলের দোষ কাটানোর জন্য প্রতি মঙ্গলবার সারা ঘরে গোলাপ জল ছেটান। এতে মঙ্গল সন্তুষ্ট থাকেন।
৩. মঙ্গলের দোষ কাটানোর জন্য প্রতি মঙ্গলবার মুসুর ডাল খান। মুসুর ডালের সঙ্গে মঙ্গল সম্পর্কযুক্ত কারণ মঙ্গলের রং লাল। এর ফলে খুব ভাল ফল পাওয়া যায়।
৪. মঙ্গলের দোষ কাটানোর জন্য নিম গাছে যখন ফুল আসে তখন সেই মঞ্জরি-সহ কচি পাতা নিয়ে মুসুর ডালের সঙ্গে পিষে ডাল বা তরকারি বানিয়ে খেয়ে ফেলুন। এতে মঙ্গল কিছুটা হলেও নিয়ন্ত্রণে থাকে।
৫. মঙ্গলের দোষ কাটানোর জন্য মঙ্গলবার একটা পাত্রে কিছুটা মুসুর ডাল, কমলা সিঁদুর ( যেটা সাধারণত বজরঙ্গবলীকে দেওয়া হয় ) ও অল্প সরষের তেল বজরঙ্গবলীর মন্দিরে দান করুন। এতে মঙ্গলের দোষ থেকে মুক্তি পাবেন। এরই সাথে এই নিয়ম গুলি পালনের মাধ্যমে জীবনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন।
আরো পড়ুন :- জীবন সংগ্রামে জয়ী হতে এই নিয়মে ঘরে রাখুন তুলসী পাতা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)