Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- কথায় আছে মানুষের শিক্ষার শেষ নেই। আর মানুষ কিছু করতে গেলে ভুল হতেই পারে। তবে মানুষ যেহেতু জন্ম থেকে শিখে আসেনা তাই ভুল হতেই পারে। আর আমাদের রাশিচক্রে ১২টি রাশির মধ্যে ৬টি রাশি রয়েছে যারা নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে থাকেন। তবে চলুন এই রাশি গুলি কি কি দেখে নেওয়া যাক —
আরো পড়ুন :- আগামী ৪ মাস অত্যন্ত শুভ হতে চলেছে এই রাশির জাতকদের, বৃহস্পতির সৌজন্যে পাল্টাবে ভাগ্য
১. মিথুন রাশি :- বিভ্রান্ত থাকেন এই রাশির মানুষরা , এমনকি এঁদের মনও এদিক ওদিক হারিয়ে থাকে। এরা নিজের ভুল থেকে শিক্ষা গ্রহণ করেন এবং নিজের কাঙ্খিত লক্ষ্য লাভ করেই ক্ষান্ত হন ।
২. বৃষ রাশি :- বৃষ রাশির জাতকরা জেদি হয়ে থাকেন। আর এরা নিজের বোকামির কারণে করে বসা ভুল থেকেই শিক্ষাগ্রহণ করেন।
৩. মেষ রাশি :- এই রাশির মানুষদের আবেগপূর্ণ ব্যবহারই তাঁদের সমস্ত ভুল ও কঠিন শিক্ষার কারণ। তাই যখন জীবনে অসফল হতে শুরু করেন, তখন নিজের ভুল বুঝে তা শিক্ষা নেন।
৪. মীন রাশি :- কল্পনাপ্রবণ চিন্তাভাবনা করে থাকেন এই রাশির মানুষরা। এরা নিজের জীবনের বিভিন্ন পদে পদে ভুল করে থাকেন । তবে তারা সেই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে জীবনকে এগিয়ে নিয়ে যান।
৫. কুম্ভ রাশি :- এই রাশির মানুষরা অত্যন্ত অহংকারী হন । এরা না কারো পরামর্শ না কারো কথা শুনতে চান । অবশেষে অসফল হন এবং তখন বুঝতে পারেন যে ভুল করেছেন। নিজের করা ভুল থেকেই শিক্ষা গ্রহণ করেন এই রাশির মানুষরা।
৬. কর্কট রাশি :- এই রাশির মানুষরা নিজের অজান্তে ও মানুষের কথা শুনে জীবনে এমন কোনো ভুল করে বসেন যে সেই ভুলের জন্য তাকে সারা জীবন আফসোস ( অনুতপ্ত ) করতে হয়। আর তাদের জীবনের ভুল জীবনটাকেই বদলে দেয়। আর নিজের করা এই ভুল থেকে তারা পরে শিক্ষা নেন।
আরো পড়ুন :- ছেলে বা মেয়ের বিবাহে বাঁধা, সম্বন্ধ আসলেই তা ভেঙে যাচ্ছে , জ্যোতিষ মতে বিবাহের বাঁধা কাটান
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)