Bangla News Dunia , জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- আমাদের সকলের সংসার ধন সম্পত্তিতে ভরা থাক এটা আমরা সকলেই চাই। কিন্তু সব সময় আমাদের মনের সব কামনা বাসনা পূর্ণ হবে সেটা হয় না। কারণ রাশিচক্রে গ্রহের অবস্থানের হেরফের আমাদের ভাগ্যকে কোনও ক্ষেত্রে খুব ভাল আবার কোনও ক্ষেত্রে খুব মন্দ করে তোলে। আমাদের রাশিচক্রে নানা প্রকার যোগের কথা বলা হয়ে থাকে। তাঁর মধ্যে কিছু যোগ খুব ভাল হয় যা জীবনে শুভ বার্তা বয়ে নিয়ে আসে। সে রকমই একটা যোগ হল লক্ষ্মীযোগ বা ধনযোগ। এই যোগ যাঁর রাশিচক্রে থাকে তিনি অত্যন্ত সুখী জীবন যাপন করেন এবং তাঁর ভাগ্য তুঙ্গস্থ থাকে। চলুন দেখে নেওয়া যাক।
লগ্নপতি যদি রাশির অধিপতি ত্রিকোণে অর্থাৎ পঞ্চমভাবে বা নবমে অর্থাৎ ভাগ্যভাবে বা সন্তানভাবে অবস্থান করে এবং তার সঙ্গে একাদশপতি অর্থাৎ আয়পতির দৃষ্টি যদি ধনস্থানে থাকে এবং দ্বিতীয়ে কোনও শুভ যোগের দৃষ্টি থাকলে এই যোগের সৃষ্টি হয়।
আরো পড়ুন :- এই রাশির মহিলারা নিজের থেকে কম বয়সী পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হন
১. যার রাশিচক্রে এই শুভ লক্ষ্মী যোগ বা ধন যোগ থাকে সেই জাতক জীবনে অত্যন্ত ভাগ্যবান ও প্রতিভাবান হন। তা ছাড়া তিনি প্রচুর অর্থের অধিকারী হন।
২. এই মানুষদের শুধু দেশে নয় দেশের বাইরেও এঁদের নাম যশ ও সুখ্যাতি ছড়িয়ে থাকে। এরা নানা রকম কাজে পারদর্শী হয়ে থাকে।
৩. এঁরা এতটাই ভাগ্যবান হন যে, যে কোনও ভাবে প্রচুর সম্পত্তির মালিক হতে পারেন। এঁদের সম্পত্তি পরিমান এতটাই হয় যে অন্যের কাছে এঁরা হিংসার পাত্র হয়ে পড়েন।
৪. এঁরা খুব বাকপটু হয়ে থাকেন। এর ফলে অন্যরা এঁদের কথায় খুব তাড়াতাড়ি মুগ্ধ হয়ে যান। কথার দ্বারা সকলের মন জয় করতে পারেন এঁরা। তা ছাড়া কথার মাধ্যমে যে কোনও কঠিন কাজ সরল ভাবে করে ফেলতে সক্ষম হয় এরা।
৫. এঁরা যে কোনও কাজ নিজের প্রতিভায় ফুটিয়ে তুলতে সক্ষম হন এবং সব সময় সব কাজে নিপুণ হন।
আরো পড়ুন :- শাস্ত্র মতে , পরিবারের অর্থকষ্ট কমাতে বাড়িতে রাখুন এই জিনিস গুলি
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ সম্পর্কিত যে কোন কঠিন সমস্যার সমাধান করাতে যোগাযোগ করুন
জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ
হরিণঘাটা বটতলা স্টপেজ নদীয়া (নিজ বাসভবন)
মো:- 9093476035
8906174912
অগ্রিম নাম বুকিং আবশ্যক