নিজের রাশি অনুযায়ী কোন গ্রহ আপনার জন্য শুভ আর কোন গ্রহ অশুভ দেখে নিন

By Bangla news dunia Desk

Updated on:

Bangla News Dunia , জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ :- আমাদের রাশিচক্রে মোট ১২টি রাশি রয়েছে ।  জন্মসময় অনুযায়ী লগ্ন নির্ণীত হয়। প্রতিটি লগ্নের নির্দিষ্ট কিছু শুভ এবং কিছু অশুভ ফলদায়ী গ্রহ রয়েছে । শুভ ফলদায়ী গ্রহ হতে পারে নৈস্বর্গিক শুভ বা অশুভ গ্রহ। অশুভ ফলদায়ী গ্রহ হতে নৈস্বর্গিক শুভ বা অশুভ গ্রহ। এই বিষয়ে নির্দিষ্ট কিছু নিয়ম আছে। লগ্নপতি গ্রহ সর্বদা শুভ ফলদায়ক হয়ে থাকে , তা সে শুভ গ্রহ হোক বা অশুভ গ্রহ। পঞ্চম রাশি এবং নবম রাশির অধিপতি সর্বদা শুভ ফলদায়ক। যোগকারক গ্রহ সর্বদা শুভ ফলদায়ক হয়ে থাকে । তবে চলুন দেখে নেওয়া যাক কোন রাশির শুভ ফল দায়ক গ্রহ কোন গুলি আর অশুভ ফল দায়ক গ্রহ কোন গুলি।

১. মেষ রাশির শুভ ফলদায়ক গ্রহ হলো মঙ্গল, রবি, বৃহস্পতি, । অশুভ ফলদায়ক গ্রহ হলো বুধ, শুক্র, শনি।

২. বৃষ রাশির শুভ ফলদায়ক গ্রহ হলো বুধ, শুক্র, শনি । অশুভ ফলদায়ক গ্রহ হলো মঙ্গল, বৃহস্পতি ।

৩. মিথুন রাশির শুভ ফলদায়ক গ্রহ হলো বুধ, শুক্র, শনি । অশুভ ফলদায়ক গ্রহ হলো মঙ্গল।

আরো পড়ুন :- জানুন , যেই সকল মানুষরা কথায় কথায় কাঁদে তাঁরা কি ধরণের হয়ে থাকেন

৪. কর্কট রাশির শুভ ফলদায়ক গ্রহ হলো চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি । অশুভ ফলদায়ক গ্রহ হলো শুক্র, শনি।

৫. সিংহ রাশির শুভ ফলদায়ক গ্রহ হলো রবি, বৃহস্পতি, মঙ্গল । অশুভ ফলদায়ক গ্রহ হলো শুক্র, শনি।

৬. কন্যা রাশির শুভ ফলদায়ক গ্রহ হলো বুধ, শুক্র, শনি । অশুভ ফলদায়ক গ্রহ হলো রবি, মঙ্গল।

৭. তুলা রাশির শুভ ফলদায়ক গ্রহ হলো  শুক্র, বুধ, শনি । অশুভ ফলদায়ক গ্রহ হলো  মঙ্গল, বৃহস্পতি।

৮. বৃশ্চিক রাশির শুভ ফলদায়ক গ্রহ হলো  মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র । অশুভ ফলদায়ক গ্রহ হলো  শুক্র, বুধ।

আরো পড়ুন :- জীবন সংগ্রামে জয়ী হতে এই নিয়মে ঘরে রাখুন তুলসী পাতা

৯. ধনু রাশির শুভ ফলদায়ক গ্রহ হলো বৃহস্পতি, মঙ্গল, রবি । অশুভ ফলদায়ক গ্রহ হলো  বুধ, শনি ।

১০. মকর রাশির শুভ ফলদায়ক গ্রহ হলো শনি, শুক্র, বুধ  । অশুভ ফলদায়ক গ্রহ হলো  বৃহস্পতি, মঙ্গল ।

১১. কুম্ভ রাশির শুভ ফলদায়ক গ্রহ হলো  শুক্র, শনি, বুধ । অশুভ ফলদায়ক গ্রহ হলো  চন্দ্র, মঙ্গল ।

১২. মীন রাশির শুভ ফলদায়ক গ্রহ হলো  বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল । অশুভ ফলদায়ক গ্রহ হলো  শনি, শুক্র, রবি ।

আরো পড়ুন :- জানেন কি ক’বার শঙ্খ বাজানো মঙ্গল জনক ?

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ সম্পর্কিত যে কোন কঠিন সমস্যার সমাধান করাতে যোগাযোগ করুন

 জ্যোতিষ সম্রাট শ্রী সোমনাথ

হরিণঘাটা বটতলা স্টপেজ নদীয়া (নিজ বাসভবন)

মো:- 9093476035
8906174912

অগ্রিম নাম বুকিং আবশ্যক

Bangla news dunia Desk

মন্তব্য করুন