Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- নিত্যদিনই কি সংসারে ঝামেলা লেগে রয়েছে ? স্বামী বা স্ত্রীর সঙ্গে মন কষাকষি বহু দিন ধরেই কি সম্পর্কে দূরত্ব তৈরি করছে ? দাম্পত্য কলহের জটিলতা কাটাতে একাধিক টিপস রয়েছে বাস্তুশাস্ত্র মতে। বাস্তুশাস্ত্র মতে কিছু গাছের কথা বলা হচ্ছে, যা বৈবাহিক সম্পর্কে কুপ্রভাব ফেলে। সেই সমস্ত গাছ যাতে বেডরুমের কাছে না পোঁতা হয়, তার জন্য টিপস দিচ্ছে বাস্তুশাস্ত্র মত।
তেঁতুল গাছ :- বাস্তুশাস্ত্র মতে তেঁতুলগাছ পারিবারিক সম্পর্ককে খুবই খারাপ করে দেয়। ফলে বিবাদ , বিচ্ছেদ লেগে থাকে। এমনকি পরিবারের স্বাস্থ্যেও কুপ্রবাব পড়ে। বাস্তুম শাস্ত্র বলছে, তেঁতুলগাছ নেগেটিভ শক্তি আকর্ষণ করে।
মেহেন্দি গাছ :- বলা হয়, কাঁটা মেহেন্দি গাছও বাড়ির সুখ শান্তির পক্ষে ভালো নয়। অনেক বাড়ির বাগানেই মেহেন্দি গাছ দেখা যায়। সাধারণত এই গাছ দিয়ে বাড়ির ঘেরাও করা হয় বাগানে। এই গাছ দাম্পত্যে কুপ্রভাব ফেলে বলে মনে করা হয়।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
বনসাই :- বনসাই গাছ অনেকেই বাড়িতে রেখে থাকেন। শৌখিন গাছ হিসাবে এই বনসাই সাজিয়ে রাখা হয় বহু জায়গাতেই। তবে বাস্তুশাস্ত্র মতে মনে করা হয়, বনসাই বাড়িতে অশান্তি ডেকে আনে। বাড়ির সমৃদ্ধি ছিনিয়ে নেয় এই বনসাই।
ক্যাকটাস গাছ :- বাস্তুশাস্ত্র অনুসারে ক্যাকটাস বাড়িতে নেতিবাচক শক্তি আনে। অনেকেই ঘর সাজানোর জন্য বাড়িতে ক্যাকটাস রাখেন। তবে বাস্তুমতে বলা হয়, ক্যাকটাস ঘরে আনে দুর্ভাগ্য।
আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়।