নিয়মিত জপ করুন বেশ কিছু মন্ত্র, কাটবে সমস্ত বাধা-বিপত্তি

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :-  সনাতন ধর্মে মন্ত্রের বিশেষ ভূমিকা আছে। নিয়মিত মন্ত্র জপের মাধ্যমে মন শান্ত হয়। একাধিক কাজে সাফল্য লাভ করা যায়। শাস্ত্র মতে সকালে ওঠার পর কিছু কাজের উল্লেখ পাওয়া যায়। তার মধ্যে অন্যতম মন্ত্র জপ। সকালে উঠে নির্দিষ্ট মন্ত্র জপ করলে সৌভাগ্যের ফেরে। তবে কোন কোন মন্ত্র জপ করবেন জেনে নেওয়া যাক।

আরো পড়ুন :- নতুন বছর খুব ভালো যাবে বেশ কিছু রাশির, জানুন সেই রাশি গুলি কি কি

শাস্ত্রে মানুষের সুখী জীবনযাপনের নানান উপায় সম্পর্কে জানানো রয়েছে। সকালে উঠে স্নানের পর পূজার্চনার রীতি আছে। শাস্ত্র মতে পূজা চলাকালীন মন্ত্র জপ অত্যন্ত শক্তিশালী, এমন করলে সাফল্য প্রশস্ত হয়। ঘুম থেকে ওঠার পর কী কী করবেন জেনে নেওয়া যাক —-

 

susanto sastri

 

১. সকালে বিছানা ছাড়ার আগে দুই হাত দেখা উচিত। পাশাপাশি হাত জুড়ে মন্ত্র জপ করবেন। মন্ত্রটি হল- ‘করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে স্থিতো ব্রহ্মা প্রভাতে করদর্শনম’।

২. ঘুম থেকে উঠে মাটিতে সরাসরি পা রাখবেন না। মেঝেকে প্রণাম করে মন্ত্র জপ করবেন। ‘সমুদ্রবসনে দেবি পর্বত স্তনমণ্ডলে, বিষ্ণুপত্নি নমস্তুভ্যং পাদস্পর্শ ক্ষমস্ব’।

৩. সকালে উঠে গায়ত্রী মন্ত্র জপ করুন। মন্ত্রটি হল ‘ওম ভূর্ভূবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো য়ো নঃ প্রচোদয়াৎ’। গায়ত্রী মন্ত্রের প্রভাবে দিন ভালো কাটে।

৪. বাড়ি থেকে বেরোনোর আগে একটি মন্ত্র জপ করুন। ‘সর্বমঙ্গল মাঙ্গল্যৈ শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যে ত্রয়ম্বকে গৌরী নারায়ণি নমোস্তুতে’।

৫. ঘুম থেকে ওঠার পর যেন সবার আগে ভালো কিছু দেখেন সেই দিকে বিশেষ নজর রাখা উচিত। তাই ঘরে দেবী-দেবতা বা সুন্দর ছবি লাগাবেন।

আরো পড়ুন :- জীবনে নানা সমস্যায় জর্জরিত ? মুক্তি পেতে পালন করুন সহজ টিপস

আরো পড়ুন :- ভুলেও বাড়িতে রাখবেন না এই সব দেবতার মূর্তি

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। অনলাইনে সমস্ত সমস্যার সমাধান করা হয়। দক্ষিনা মাত্র ৪০০ (400) টাকা।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন