Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- নিয়ম মেনে সাজান স্টাডিরুম ! পড়শুনা করার পাশাপাশি প্রয়োজন একটি গোছানো স্টাডিরুমেরও। আজকাল প্রায় প্রতিটি বাড়িতে একটি আলাদা স্টাডি রুম আছে। কিন্তু তা থাকা সত্ত্বেও বাচ্চার পড়ায় মন কোনো ভাবেই বসছে না ? তাহলে আপনি কি বাস্তু মেনে বানিয়েছেন বাড়ির স্টাডি রুম ?
এক নজরে দেখুন কি ভাবে সাজাবেন স্টাডিরুম ——–
১. বাড়ির পড়ার ঘরটি উত্তর-পূর্ব বা পূর্ব দিকে তৈরি করতে হবে।
২. পড়ার ঘরে একটা টাকটা পদ্মফুল রাখার চেষ্টা করুন। সব সময় দেবী সরস্বতীর আশীর্বাদ থাকবে।
৩. বাস্তু মতে ময়ূরের পালক নেতিবাচক প্রভাবকে দূর করে। পজেটিভ শক্তির সঞ্চার ঘটায়। তাই ময়ূরের পালক রাখার ব্যবস্থা করুন আপনার বাড়ির স্টাডি রুমে।
৪. সব সময়ই চেষ্টা করবেন ঠাকুর ঘরে সরস্বতী ঠাকুরের ছবি রাখার। এতে বাড়িতে তার কৃপা দৃষ্টি বজায় থাকবে।
৫. আপনার বাড়ির শিশুদের দক্ষিণ দিকে মুখ করে পড়তে বসার পরামর্শ দিন, যা বাস্তু শাস্ত্র সম্মত।
৬. বাস্তু শাস্ত্র অনুযায়ী রাজহাঁসের একটি মূর্তিও বাড়ির স্টাডি রুমে রাখতে পারেন। দেবী সরস্বতীর বাহন রাজহাঁসকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
আরো পড়ুন :- রাশি অনুসারে কোন রং আপনার জন্য উপযুক্ত ? জেনে নিন
৭. বাড়ির স্টাডি রুমে টিভি, ভিডিও গেম, সিডি প্লেয়ার ইত্যাদি কখনই রাখবেন না। তা হলে আপনার শিশুদের মন ওই বিষয়গুলোর প্রতি আকর্ষিত হতে পারে।
এই বিষয় গুলি মেনে চলুন তাহলে আপনার শিশুর পড়াশুনা ভালো হবে।
Highlights
1. নিয়ম মেনে সাজান স্টাডিরুম !
2. আপনার শিশুর পড়াশুনা ভালো হবে
#স্টাডিরুম #সরস্বতী