পদ্ম একাদশীর দিন উপবাসে মেলে অনেক উপকার

By Bangla News Dunia Desk Biswajit

Published on:

bishnu vogoban

Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- একাদশীর দিন উপবাস করলে অনেক ভালো ফল পাওয়া যায় বলে মনে করা জ্যোতিষ শাস্ত্রে। ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের একাদশীকে জ্যোতিষ মতে পদ্ম একাদশী বা বৈবর্ত একাদশী বলা হয়। এই একাদশীতে ভগবানের অবতারকে পূজা করা হয়। তাছাড়া পুরান মতে ভগবান শ্রী বিষ্ণু বিশ্রাম শয্যায় এইদিনে পাশ ফেরেন ফলে এই একাদশীকে পরিবর্তনশীল বলে ধরা হয়।

আরো পড়ুন :- শনির প্রকোপ থেকে মুক্তি পেতে এই উপায় গুলি আজ থেকেই শুরু করুন

এই একাদশীর দিন উপবাস করে শ্রী বিষ্ণুর ধ্যান করলে অনেক উপকার হয়। এই উপবাসে রাত জেগে ভগবানের ভজন করলে সুফল পাওয়া যায়। একাদশীতে গাছের চারা লাগালে কিংবা অভাবী কোনো ব্যক্তিকে দান করলে শুভ ফল পাওয়া যায়। কলা গাছের মূলে যদি প্রদীপ জ্বালানো যায় তাহলে বিবাহ সমস্যা থেকে মুক্তি মেলে। যদি কোন ব্যক্তি শ্রদ্ধার সাথে এই একাদশীতে উপবাস করেন তাহলে তার সমস্ত পাপ মুছে গিয়ে মনোবাঞ্ছা পূরণ হয়। এই দিন লক্ষি দেবীর আরাধনাতেও ভালো ফল মেলে।

 

susanto sastri

 

এই দিন দেবী লক্ষ্মীর আরাধনা করা উত্তম বলে মনে করা হয়। এই দিন গঙ্গায় স্নান করুন। বিশ্বাস করা হয় যে এই দিনে মা যশোদা ভগবান শ্রীকৃষ্ণের বস্ত্র ধুয়েছিলেন। তাই একে জলজুলনী একাদশীও বলা হয়।

এই দিন সকালে উঠে স্নানের পর পরিষ্কার হলুদ কাপড় পরিধান করুন। পূজা গৃহে পূর্ব বা উত্তর দিকে হলুদ কাপড় বিছিয়ে ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করুন। সঙ্গে ভগবান শ্রী গণেশের মূর্তি স্থাপন করুন। এই উপবাসে বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। ‘ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ’ মন্ত্র জপ করুন। এই উপবাস পালন করলে সুখ, সৌভাগ্য ও যশ বৃদ্ধি পায়। তবে এই দিন ভ্যাট খাওয়া যায় না।

আরো পড়ুন :- রাহু-কেতুর রাখাপ প্রভাব দূর করতে করুন এই কাজ

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

 

Bangla News Dunia Desk Biswajit

মন্তব্য করুন