পয়লা বৈশাখে এই কাজগুলো করুন, সারা বছর অর্থের অভাব হবে না !

By Bangla news dunia Desk

Published on:

money happyness

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :-  ২০২৪ সালের ১৪ এপ্রিল, রবিবার পড়েছে পয়লা বৈশাখ। শাস্ত্র মতে বিশ্বাস করা হয়, নববর্ষের প্রথম দিন জীবনে শুভ কিছু ঘটলে গোটা বছরটাই ভাল যায়। তাই এই দিন আপনার বাড়ি হোক বা দোকান, বিশেষ কিছু উপায় করতে পারলে সারা বছর খুব ভাল ভাবে কাটানো যায়।

আরো পড়ুন :- ৩০ বছর পর ঘটছে শনি ও মঙ্গলের সংমিশ্রণ যোগ ! বিপদ বাড়বে এই ৩টি রাশির

আরো পড়ুন :- শনির সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব থেকে মুক্তি পেতে চান ? পালন করুন কিছু সহজ উপায়

পয়লা বৈশাখ, বাঙালির জীবনে এই দিনটির আবেগ ও ঐতিহ্য বরাবরই অন্যরকম। কেউ কেউ এ দিন বাড়িতেই পুজোর আয়োজন করে, আবার কেউ এই দিন মন্দিরে পুজো দিতে যায়, কেউ আবার পরিবার ও বন্ধুবান্ধবের সাথে সময় কাটানো আর দেদার খাওয়া-দাওয়ার মধ্যে দিয়ে উদযাপন করে দিনটি। তবে ব্যবসায়ীদের কাছে আবার এই দিনটির গুরুত্ব অনেক বেশি। হালখাতার মধ্যে দিয়ে ব্যবসায়ীরা নতুন বছরের ব্যবসা-বাণিজ্য শুরু করেন। এক কথায় নববর্ষ প্রতিটি বাঙালির জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন। তবে সারা বছর আর্থিক সচ্ছল বজায় রাখতে কি কি করবেন তা দেখে নিন —

 

niladri-misra

 

১) পয়লা বৈশাখে তামার ঘটে করে আতপ চাল, একটা গোটা হলুদ, পাঁচটা কড়ি, একটা গোটা সুপারি ও হরিতকি নিয়ে পূজার স্থানে রাখুন। ঘরের নিত্যপুজোর জায়গাতেও এগুলি রাখা যেতে পারে। পুজো হয়ে যাওয়ার পর ঘটটাকে একটা লাল কাপড়ে বেঁধে টাকা রাখার জায়গায় রেখে দিন। এতে পরিবারে অর্থের আগমন হতে থাকবে।

২) এই দিন সকাল সকাল বাড়ির ঠাকুর ঘরে আলপনা দিন, ধান ছড়িয়ে, মাটির উপর মঙ্গলঘট স্থাপন করুন ৷ বাড়ির ঠাকুরকে পুজো দিয়ে ফুল-ফল ও মিষ্টি নিবেদন করুন। সেখানে অবশ্যই লক্ষ্মী-গণেশ রাখবেন।

৩) এই দিন পাঁচটি কড়ি লক্ষ্মীদেবীর ঘটের ওপর রেখে দিন। প্রতি বৃহস্পতিবার সেই কড়ি-সহ দেবী লক্ষ্মীর পুজো করুন, এতে মা প্রসন্ন হবেন। সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে এবং আর্থিক অনটন থেকেও মুক্তি মিলবে।

৪) পয়লা বৈশাখের দিন সন্ধ্যার সময় ধুনো জ্বেলে তার মধ্যে সাতটা তেজপাতা, সাতটা লবঙ্গ এবং কিছুটা কর্পুর জ্বালিয়ে গোটা বাড়িতে সেই ধোঁওয়া ছড়িয়ে দিন। এতে বাড়ি থেকে অশুভ শক্তি দূর হবে।

৫) নববর্ষে ধন কুবেরের মুর্তি বা ধন কুবের যন্ত্র ঠাকুরের আসনে স্থাপন করুন। এতে আর্থিক উন্নতি হবে।

৬) ব্যাবসায় শ্রীবৃদ্ধি ঘটার জন্য এই দিন এক বাটি গুঁড়ো হলুদ আর এক বাটি সাদা সর্ষে ক্যাশবাক্সের ওপর রেখে দিন। এতে ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে।

৭) এই দিন ঘরে ভগবান গণেশের মূর্তি স্থাপন করলেও অর্থের দিকে খুব ভাল ফল পাওয়া যায়।

৮) নববর্ষের সকালে সাতটা আমপাতা গঙ্গাজলে ধুয়ে নিয়ে, হলুদ ও সিঁদুর তেলের সঙ্গে মিশিয়ে আমপাতার ওপর ফোঁটা দিন। এরপর লাল সুতো দিয়ে আমপাতাগুলো একসঙ্গে বেঁধে দরজার ওপরে টাঙিয়ে দিন। এরপর পাঁচটা ধূপ দরজায় ওপর ঘুরিয়ে ধুপগুলো বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে পুঁতে দিন। এই টোটকা বাস্তুদোষ দূর করতে সাহায্য করবে।

৯) হিন্দু ধর্ম অনুযায়ী, গোমাতার সঙ্গে সব দেবতা বিরাজ করেন ৷ তাই হিন্দু ধর্ম মতে বছরের প্রথম দিনটিতে গরুকে খাওয়ানো শুভ।

আরো পড়ুন :- ২০২৪ সালে ছয়টি গ্রহ বক্রী চলনে যাবে ! ফলে ভাগ্য খুলবে কয়েকটি রাশির

আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে

আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211  ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয় )

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন