Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- হিন্দু শাস্ত্রে নারকেলের গুরুত্ব অপরিসীম। প্রতিটি পুজোতেই নারকেল দরকার হয়ে থাকে। ঠাকুরের সামনে একটু জল পূর্ণ ঘটের উপর শীষযুক্ত ডাব বা নারকেল না দিলে পূজা অসম্পূর্ণ থেকে যায়। শুধু মাত্র পুজোতে নয় জ্যোতিষ শাস্ত্রেও নারকেলের গুরুত্ব রয়েছে। জ্যোতিষ মতে নারকেল মানুষের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে পারে ও ভাগ্য ফিরিয়ে দিতে পারে। এই সকল কারণেই নারকেলকে শ্রী ফল বলা হয়। সমস্ত প্রকার শুভ কাজে নারকেল ব্যবহার করা হয়ে থাকে। চলুন দেখে নেওয়া যাক নারকেলের উপকারিতা গুলি –
আরো পড়ুন :- মন খারাপ ও অবসাদে ভুগছেন ? শাস্ত্র কি বলছে , নেপথ্যে কি
শনি দেবের প্রকোপ থেকে রক্ষা পেতে একটি নারকেল গঙ্গারজলে ডুবিয়ে ” ওঁ রামদূতায় নমঃ ” এই মন্ত্রটি ৭ বার বলে নারকেলটি জলে ভাসিয়ে দিন। এতে শনি দেবের প্রকোপ থেকে রক্ষা পাবেন ও শনির দোষ কাটবে।
মঙ্গলের কুপ্রভাবের হাত থেকে রক্ষা পেতে মঙ্গলবার একটি নারকেল লাল কাপুড়ে মুড়িয়ে বাড়ির চারপাশে ঘুরিয়ে পুকুর বা গঙ্গার জলে নারকেনটি ফেলে দিন। মঙ্গলের দোষ কাটবে।
আর্থিক উন্নতি বৃদ্ধি করতে পর পর ৮ টি মঙ্গলবার একটি করে নারকেল হনুমানজির পায়ের সিঁদুর দিয়ে স্বস্তিক একে অর্পণ করুন। এতে আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে।
কালসর্প দোষ থেকে মুক্তি পেতে একটি নারকেল ও একটি কম্বল গরিব দুঃখীকে দান করুন। কালসর্প দোষ থেকে মুক্তি পাবেন।
আরো পড়ুন :- দাম্পত্য জীবনে প্রেম ও সুখ – শান্তি বজায় রাখতে পালন করুন বাস্তুর এই নিয়ম গুলি
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)