পরিবারে শান্তি ফেরাতে চান ? বিশেষ কয়েকটি বিষয়ের উপর নজর রাখুন

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- সকলেই চান নিজের পরিবারে শান্তি থাক , কিন্তু বর্তমানে বেশিরভাগ পরিবারে অশান্তি লক্ষ করা যায়। বাস্তুশাস্ত্র এই বাস্তু শব্দটি এসেছে বস্তু থেকে। বাস্তু বলতে সব কিছুকেই বুঝায় তা একটি স্থান হতে পারে কিংবা একটা বাড়িও হতে পারে। ভারত উপমহাদেশে প্রায় সভ্যতার সূচনালগ্ন থেকে স্থাপত্য নির্মাণকে গুরুত্ব দেয়া হয়েছে। সভ্যতার শুরু থেকেই ভারতীও উপমহাদেশে শিল্পচর্চাকে ঊর্ধ্বে স্থান দেয়া হয়েছে। স্থাপত্যশৈলী উপবেদের অন্যতম বিষয়। স্থাপত্য উপবেদ বা স্থাপত্যশাস্ত্র চারটি উপবেদের অন্যতম।

niladri misra

বাস্তু বা জ্যোতিষ শাস্ত্র অনেকেই মেনে চলেন না। কিন্তু বাড়িতে যদি প্রায় অশান্তির পরিস্থিতি তৈরি হয়ে থাকে, তাহলে সনমস্যা বাড়বে। পরিস্থিতি হাতে বাইরে চলে যাওয়ার আগে বাস্তুর প্রতিনজর দেওয়া দরকার। বাড়িতে নিত্য দিনের অশান্তি, অসুখ, মনখারাপের আবহাওয়া যদি তৈরি হয় তাহলে অতি অবশ্যই এই টিপস মেনে চলুন, দেখবেন সহজেই সমাধানের রাস্তা খুঁজে পাচ্ছেন।

আরো পড়ুন :- ব্যবসায় উন্নতি চান ? যেকোনো শুভ দিনে ই পুজো করে ফেলুন

তাই বাড়িতে শান্তি ফেরাতে মাথায় রাখুন কয়েকটি বিষয়। বিশ্বাস থাকলে সহজেই মিলবে সমাধান। তাই তরিঘড়ি সেই দিকে নজর দিয়েই গুছিয়ে ফেলুন আপনার পরিবার। দেখবেন সহজেই ফিরবে শান্তি।

১. বাড়িতে রাখুন বেশ কয়েকটি ফুলের গাছ। ফুল গাছ বা়ড়ির শান্তি ফেরাতে সাহায্য করে থাকে। তাই বাড়িতে সুগন্ধি ফুলের গাছ এনে রাখতে পারেন।

২. শরীরের কোনও সমস্যা হলে গায়ে সাতবার ফটকিরি বুলিয়ে নিন। তাতে শরীর ভালো থাকে। বুলিয়ে নেওয়ার পর তা আগুনে পুড়িয়ে দিন।

৩. একসঙ্গে অনেক জিনিস কিনে বাড়িতে ঢোকাবেন না। অনেকেই বলে থাকেন তাতে সুখে চোখ লেগে যায়, বিষয়টা তেমন না হলেও এটাই সত্যি।

৪. শুকনো লঙ্কাও পোড়াতে পারেন। এতে বাড়িতে বা সুখের সংসারে নজর লাগে তাহলে তা অনেকাংশে কমে যায়।

৫. ঘরের মধ্যে রাখুন লবন। লবন অশুভ শক্তি দূর করতে সাহায্য করে। তাই ঘরের মধ্যে একটি ছোট পাত্রে লবন রাখুন।

আরো পড়ুন :- স্বপ্নে পদ্ম ফুল দেখার অর্থ কি ? জেনে রাখুন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349  ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla news dunia Desk

মন্তব্য করুন