পান্নার এই গুণগুলি মানুষকে সফলতার শীর্ষে পৌঁছে দিতে পারে

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , শ্রী জয়দেব শাস্ত্রী :- আমাদের সকলেরই প্রায়  জানা রয়েছে , যদি রাশিচক্রে বুধ গ্রহ কোনও ভাবে পীড়িত থাকে তাহলে জ্যোতিষীরা পান্না রত্ন ধারণের পরামর্শ দিয়ে থাকেন। খাঁটি পান্না ধারণ করলে জীবনে নানা রকম সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। পান্না খুবই সুন্দর দেখতে একটি রত্ন, যা কালচে সবুজ বা ঘোলাটে সবুজ রঙের হয়ে থাকে। পান্না ধারনের ফলে জীবনে নানা দিক থেকে উপকার পাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক পান্নার বিশেষ গুণগুলি।

আরো পড়ুন :- জ্যোতিষ মতে , কখন গৃহ নির্মাণ করবেন না জেনে রাখুন

১. অনেক সময় দেখা যায়, কোনও একটি কাজ করার মনোভাব আমাদের মধ্যে রয়েছে কিন্তু ইচ্ছাশক্তি একেবারেই সঙ্গ দিচ্ছে না। এমন  অবস্থায় একটি পান্না ধারণ করলে খুবই উপকার পাওয়া যায়। পান্না ইচ্ছাশক্তিকে দ্বিগুণ বাড়িয়ে তোলে ।

২. যদি কোনও মহিলা গর্ভবতী অবস্থায় পান্না ধারণ করেন, তা হলে খুব সুস্থ স্বাভাবিক সন্তান জন্ম দেওয়ার সম্ভবনা থাকে।

৩. উচ্চশিক্ষার জন্য পান্না অত্যন্ত উপকারী একটি রত্ন। উচ্চাশিক্ষা ক্ষেত্রে  যদি কোনও বাধা আসে, তা পান্না ধারণের ফলে  অনেকটা কেটে যায় বলে মনে করা হয়।

 

property banner

 

৪. স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক উন্নতি করতে চাইলে  ও মধুর করতে চাইলে পান্না রত্ন ধারণ করা যেতে পারে।

৫. ব্যবসায় ক্ষেত্রে অধিক সাফল্য পেতে পান্না অত্যন্ত গুণের পরিচয় দিয়ে থাকে। পান্না রত্ন ধারণ করলে ব্যবসায় দ্বিগুণ লাভ বৃদ্ধির আশা করা যেতে পারে।

৬. আমাদের যে কোনও কাজে মনোযোগ বাড়াতে সাহায্য করে পান্না রত্ন।

৭. যদি নিজের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে হয়, তা হলে পান্না ধারণ  করতেই হবে।

আরো পড়ুন : রাতে ঘুমোতে যাওয়ার আগে পালন করুন এই সহজ টোটকা , দুর্ভাগ্য পরিণত হবে সৌভাগ্যে

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————-

জ্যোতিষ শ্রী জয়দেব শাস্ত্রী

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন – Joydevsastri or 51kalibari

হস্তরেখা বিশারদ , ফেসরিডার , এছাড়া বিদ্যা , চাকরি , ব্যবসা, কর্ম , বিবাহ , প্রেম , বাস্তু , জটিল মামলা , স্বাস্থ্যে , শত্রু , অর্থনৈতিক সমস্যা , দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো প্রকার সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

” কুষ্টি , ঠিকুজী , হস্তরেখা বিচারে সবার থেকে একটু অন্যরকম তাই প্রশংসিত ”

চেম্বার – মধ্যমগ্রাম , বাদুরোড , সারদাপল্লি , ৫১ কালীবাড়ি , কোলকাতা।

জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে যোগাযোগ করতে পারেন।

ফোন – 9831498861 , 9830873691 ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন