Bangla News Dunia , শ্রী জয়দেব শাস্ত্রী :- অর্থ এমন এক জিনিস যা সকলেই চায় কিন্তু প্রচুর অর্থ উপার্জন করার ইচ্ছে থাকলেও তা হয়ে ওঠে না আর অর্থ এমন একটা জিনিস যা কখনও কারও কাছে সব সময় একই ভাবে থাকে না। অর্থ কখনও আসে আবার কখনও যায়। অর্থ মানুষের কাছে কোনও সময় প্রচুর পরিমাণে থাকে আবার কোনও সময় থাকে না।
আমরা সকলেই জানি মা লক্ষ্মী খুবই চঞ্চলা। আর মা লক্ষ্মী ধন দৌলতের দেবী। তিনি একই স্থানে বেশি ক্ষণ থাকেন না। মা লক্ষ্মীকে নিজের কাছে ধরে রাখতে আমরা কত কিই নাই করে থাকি। মা লক্ষ্মী যাতে আমাদের ওপর সন্তুষ্ট থাকেন তাঁর জন্য কত চেষ্টা করি বা কত উপায় অবলম্বন করি, হয়তো এতে আমরা উপকৃত হই কারণ মনে বিশ্বাস ও ভক্তি দিয়ে যে কাজই আমরা করি না কেন তাতে উপকার পাবই।
আরো পড়ুন :- পান্নার এই গুণগুলি মানুষকে সফলতার শীর্ষে পৌঁছে দিতে পারে
তবে আমাদের সকলকে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে যে, এই ধরনের উপাচারগুলো যদি সঠিক নিয়মে করা যায় তা হলে ধন সম্পত্তি বৃদ্ধি করার সঙ্গে সংসারে আরও নানা দিকে উন্নতি হতে পারে। সে রকম একটি উপাচার রয়েছে যা সঠিক নিয়মে করতে পারলে খুবই ভাল ফল পাওয়া যাবে। তবে চলুন কি সেই উপাচার জেনে নেওয়া যাক –
একটা পরিষ্কার নিখুঁত অশ্বত্থ পাতা নিতে হবে। তার পর তাতে সাদা চন্দন দিয়ে লিখতে হবে লক্ষ্মী দেবীর এই মন্ত্র— ” ওঁ শ্রীং শ্রীং কমলাদেবী নমঃ ” ।
তার পর অশ্বত্থ পাতাটিকে পুজোর আসনে রেখে পুজো করতে হবে যথাসাধ্য ফল ফুল মিষ্টি ধুপ ধুনো দিয়ে। পুজো শুরু থেকে শেষ পর্যন্ত পাতাটি পুজোর কাছে মা লক্ষ্মী দেবীর সামনেই রাখতে হবে। পুজো শেষ হওয়ার পর পাতাটি যেখানে টাকা রাখা হয় সেখানে রেখে দিতে হবে অথবা আলমারিতে রাখতে হবে। এর ফলে ধীরে ধীরে অর্থ সম্পদ বৃদ্ধি পাবে মা লক্ষ্মীর কৃপায়।
আরো পড়ুন :- আর্থিক বৃদ্ধির জন্য পালন করুন এই সহজ টোটকা
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————-
জ্যোতিষ শ্রী জয়দেব শাস্ত্রী
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন – Joydevsastri or 51kalibari
হস্তরেখা বিশারদ , ফেসরিডার , এছাড়া বিদ্যা , চাকরি , ব্যবসা, কর্ম , বিবাহ , প্রেম , বাস্তু , জটিল মামলা , স্বাস্থ্যে , শত্রু , অর্থনৈতিক সমস্যা , দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো প্রকার সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মধ্যমগ্রাম , বাদুরোড , সারদাপল্লি , ৫১ কালীবাড়ি , কোলকাতা।
জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে যোগাযোগ করতে পারেন।
ফোন – 9831498861 , 9830873691 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)