Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- ২০২৩ সালের ৬ মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। যাঁরা চাকরি করেন, তাঁদের প্রমোশন হয়েছে। তাতে কেউ মনের মতো ফল পেয়েছেন, কেউ আবার হতাশ হয়েছেন। কারও আবার ব্যবসার ক্ষেত্রে সময় ভালো কাটেনি। অনেক চেষ্টা করেও কেউ হয়তো চাকরির শেষ ধাপ পার করতে পারেননি। সেই সব পিছনে ফেলে বছরের শেষ ছয় মাসে কয়েকটি রাশির মানুষের ভালো কাটবে। দেখুন সেই সব রাশি গুলি সম্পর্কে —-
আরো পড়ুন :- তৈরি হচ্ছে মঙ্গল এবং শুক্রের যুতির ! ভাগ্য খুলবে বেশ কিছু রাশির
বৃষ রাশি —- জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কেরিয়ারের ক্ষেত্রে অত্যন্ত ভালো কাটবে বৃষ রাশির। কোনও জরুরি কাজ আটকে থাকলে তা পূরণ হবে। চাকরিজীবীরা আরও বেশি লাভবান হবেন। উচ্চপদস্থ আধিকারিকরা প্রসন্ন হয়ে যাবেন। বিশেষত যাঁদের ব্যবসায় বিদেশের কোনও যোগ থাকবে, তাঁদের ধনলাভের প্রবল সম্ভাবনা আছে।
সিংহ রাশি — যেমন কাজ করবেন, তেমন ফল পাবেন সিংহ রাশি। বছরের শেষ ছয় মাসে তাঁদের কেরিয়ারে একাধিক সুযোগ আসবে। তা যদি কাজে লাগাতে পারেন, ভাগ্য চমকাবে। পিছন ফিরে আর তাকাতে হবে না। মনোযোগ দিয়ে কাজ করলেই মিলবে সাফল্য।
তুলা রাশি — বছরের শেষ ছয় মাসে তুলা রাশির ভালো সময় কাটবে। বিশেষত কেরিয়ারের দিক থেকে ভালো ফল মিলবে। যাঁরা চাকরি করেন, তাঁদের ব্যাপক উন্নতি হবে। যাঁরা এখনও চাকরি পাননি, তাঁরা এই সময়ের মধ্যে চাকরি পেয়ে যেতে পারেন। ব্যবসায় মুুনাফা বৃদ্ধি পেতে পারে।
মকর রাশি —- বছরের শেষ ছয় মাসে কেরিয়ারের নিরিখে কোনও সুখবর পাবেন। ব্যবসার ক্ষেত্রে সাফল্য মিলবে। যাঁরা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন, তাঁদের আকস্মিক ধনলাভ হতে পারে। চাকরিজীবীরা যদি ধীরে সুস্থে, ভেবেচিন্তে পদক্ষেপ করেন, তাহলে তাঁরা বছর শেষ হওয়ার আগে কোনও ভালো খবর পাবেন।
আরো পড়ুন :- নক্ষত্র পরিবর্তন করেছেন দেব গুরু ! ভাগ্য খুলবে বেশ কিছু রাশির
আরো পড়ুন :- একত্রে গোচর করছেন শনি ও সূর্য ! ভাগ্য খুলবে ৩টি রাশির
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)