Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :– হিন্দু ধর্মে, বসন্ত পঞ্চমীর উৎসবে মা সরস্বতীর পুজো করা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, বসন্ত পঞ্চমীর একদিন আগে, সূর্য দেবতা মকর রাশি থেকে বেরিয়ে কুম্ভ রাশিতে গমন করবেন। বসন্ত পঞ্চমী উৎসব ১৪ ফেব্রুয়ারি এবং তার একদিন আগে, সূর্য দেবতা ১৩ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে পাড়ি দেবেন। জেনে নিন সূর্য দেবতার রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশিরা উপকৃত হবেন —
আরো পড়ুন :- ৩০ বছর পর ঘটছে শনি ও মঙ্গলের সংমিশ্রণ যোগ ! বিপদ বাড়বে এই ৩টি রাশির
মেষ রাশি : বসন্ত পঞ্চমীর পরের সময়টি মেষ রাশির জন্য খুব ভালো যাবে। অর্থনৈতিক দিক শক্তিশালী হবে। চাকরি ও ব্যবসায় উন্নতির পূর্ণ সম্ভাবনা রয়েছে।
কর্কট রাশি : কর্কট রাশির জন্য সূর্য দেবতা আর্থিক সুবিধা নিয়ে আসবেন। অর্থনৈতিক দিক শক্তিশালী হবে। চাকরি ও ব্যবসায় এই সময়টা কোনও বরের চেয়ে কম হবে না। আপনার বেতন বাড়বে। পদোন্নতি হতে পারে।
আরো পড়ুন :- শনির সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব থেকে মুক্তি পেতে চান ? পালন করুন কিছু সহজ উপায়
সিংহ রাশি : সূর্যের গমনের পর প্রেমের সম্পর্কে মধুরতা আসতে পারে। আর্থিক বিষয়ে সুবিধা হতে পারে। পারিবারিক জীবনে মানসিক চাপ দূর হবে। সমাজে সুনাম বাড়বে। তবে এই সময় আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করুন।
মীন রাশি : বসন্ত পঞ্চমীর উৎসব মীন রাশির জন্য খুবই উপকারী হতে চলেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন। সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার জীবনসঙ্গীর সঙ্গে কিছু সময় কাটানো উচিত। পরিবারে শান্তি বজায় থাকবে।
আরো পড়ুন :- ২০২৪ সালে ছয়টি গ্রহ বক্রী চলনে যাবে ! ফলে ভাগ্য খুলবে কয়েকটি রাশির
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বিশেষ দ্রষ্টব্যঃ – সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ফোনের মাধ্যমে বিভিন্ন সমস্যার প্রতিকার সম্পূর্ণ ফ্রি। আপনি এই সময় ফোন করে জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্রর সাথে কথা বলতে পারেন ফ্রিতে।
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)