Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- অধিকাংশ লোক কুকুর পুষতে ভালোবাসেন, কেউ কেউ আবার বেড়াল পুষে থাকেন। এমন কিছু ব্যক্তিও আছেন, বাড়িতে মাছের অ্যাকোয়েরিয়াম রাখেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বাড়িতে পশু রাখলে সুখ-সমৃদ্ধি লাভ করা যায়। ফলে বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। বাড়িতে কোন কোন পশু পাখি রাখা শুভ জেনে নিন ?
আরো পড়ুন :- বাস্তুর দোষ দূর করতে ও ব্যবসায় অগ্রগতির জন্য লাল চন্দনের এই প্রতিকারগুলি করুন
১. কুকুরকে সবচেয়ে বিশ্বস্ত পশু বলা হয়ে থাকে। কালো রঙের কুকুর পোষা অধিক শুভ। জ্যোতিষ অনুযায়ী কারও কোষ্ঠিতে শনি দুর্বল বা পীড়িত অবস্থায় থাকলে কালো কুকুরকে খাবার খাওয়ানো উচিত। ফলে শনি মজবুত হয়।
২. হিন্দু ধর্মে ঘোড়াকে ঐশ্বর্যের প্রতীক মনে করা হয়। জ্যোতিষ অনুযায়ী ঘোড়া পোষাও শুভ।
৩. আবার পাখি শখ থাকলে টিয়া পুষতে পারেন। মনে করা হয় টিয়া যেকোনও সমস্যার আঁচ করে মালিককে সেই সম্পর্কে সতর্ক করতে পারে।
৪. খরগোশ পোষাও জ্যোতিষ মতে শুভ। এর প্রভাবে বাড়িতে সুখ-সমৃদ্ধির আগমন ঘটে। বাড়ির পরিবেশও শান্ত থাকে। তবে খরগোশ কখনও একা পুষতে নেই, সবসময় জোড়ায় পোষা উচিত।
৫. অ্যাকোয়েরিয়ামে নানান রঙের মাছ রাখতে ভালোবাসেন অনেকেই। জ্যোতিষ মতে বাড়িতে মাছ রাখাও শুভ। এর ফলে নেতিবাচক শক্তি দূর হয় এবং সুখ-শান্তির বাস হয়।
৬. হিন্দু ধর্মে গরুকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। গরু রাখলে বাড়িতে কোনও সমস্যা তো আসেই না।
৭. সাদা ইঁদুরকে গণেশের প্রতীক মনে করা হয়। ফলে বাড়িতে ইতিবাচক শক্তি এবং সুখ-সমৃদ্ধি বৃদ্ধি হয়।
৮. জ্যোতিষ অনুযায়ী বাড়িতে কচ্ছপ রাখাও শুভ। কচ্ছপ বিষ্ণুর দশাবতারের মধ্যে অন্যতম। বাড়িতে কচ্ছপ রাখলে কখনও অর্থাভাব হয় না। বাড়িতে তামার কচ্ছপ রাখলে সমৃদ্ধির আগমন ঘটে।
৯. বাস্তু শাস্ত্র অনুযায়ী যেকোনও ধাতুর তৈরি ব্যাঙ বাড়িতে রাখলে ইতিবাচক শক্তির উৎস সৃষ্টি করা যায়। বাড়ির সদস্যদের নানান রোগ থেকে দূরে রাখে।
আরো পড়ুন :- দাম্পত্য জীবনে সুখ-শান্তি চান ? বাস্তু মতে সাজান শয়ণ কক্ষ
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)