Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজে আমরা প্রায় সকলেই অভ্যস্ত হয়ে উঠেছি। করোনাকালে প্রতিটি দফতরই মূলত বেসরকারি দফতর এই সিদ্ধান্তই নিয়েছিল৷ কিন্তু জানেন কি কাজের টেবিল এবং চেয়ার ঠিক কোন দিকে রাখা শুভ? এখনই জেনে নিন।
আরো পড়ুন :- টাকা-পয়সার অভাব ? এক টুকরো দারচিনি বদলে দিতে পারে আপনার ভাগ্য
১. অফিসের কাজ করতে হলে টেবিল রাখুন অবশ্যই বাড়ির পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিকে৷ বাস্তু শাস্ত্র মতে, এই দিকটি ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেয়৷ কেরিয়ারের ক্ষেত্রে স্থায়ীত্ব লাভ হয়৷ এই দিকের টেবিলে অফিসের কাজ করার সময় ব্যাক্তি ব্যাবসায়িক ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারে৷
২. বাড়ির যেখানে কাজের টেবিল থাকবে, সেদিকের দেওয়ালের রঙ করুন ক্রিম, হাল্কা হলুদ, হাল্কা সবুজ অথবা হাল্কা সোনালী। ক্রিম রঙ নিরপেক্ষ। ফলে এই রঙ বাড়িতে কাজের উপযুক্ত পরিবেশ গড়ে তোলে। ফলে আপনার কাজের প্রতি সম্মান বাড়বে ও কাজে মনোনিবেশ করতে পারবেন। হাল্কা হলুদ রঙ স্বাস্থ্য ভালো রাখে৷ হাল্কা সবুজ রঙ আপনার মস্তিষ্ক, শরীর ও আত্মার মধ্যে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে৷ এছাড়াও এই রঙ ইতিবাচক শক্তিকেও আকৃষ্ট করে। হাল্কা সোনালী রঙ উৎপাদন ক্ষমতা ও লাভের পথ প্রশস্ত করে৷
৩. আরামদায়ক এবং শক্ত চেয়ার ব্যবহার করুন। চেয়ারের হেলান দেওয়ার জায়গাটি যেন আপনার মাথা পর্যন্ত লম্বা হয়৷
৪.উত্তর-পূর্ব দিকে মুখ করে বসে অফিসের কাজ করুন৷ খেয়াল রাখতে হবে যেন আপনার চোখের সামনে দরজা না থাকে৷ এতে অবসাদের শিকার হবে না এবং মনোযোগ বৃদ্ধি পাবে৷
৫. কাজের টেবিলে পুরনো এবং অপ্রয়োজনীয় কাগজ ও কলম রাখবেন না। এতে দুর্ভাগ্য বৃদ্ধি পায়৷
আরো পড়ুন :- জানুন কোন গ্রহের প্রতিকারে কী ধরনের রুদ্রাক্ষ ব্যবহার করবেন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )