Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- ২২ ডিসেম্বর ২০২৩ তারিখে শুক্লপক্ষের মোক্ষদা একাদশীতে গীতা জয়ন্তী পালিত হবে। গীতায় লেখা বিভিন্ন শ্লোকের বিষয় গুলি হল ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে সংলাপ। এটিই একমাত্র গ্রন্থ যা স্বয়ং শ্রীকৃষ্ণের মুখ থেকে উদ্ভূত হয়েছে। প্রতি বছরই গীতা জয়ন্তী পালিত হয়।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
এই দিনে যারা গীতা পাঠ করেন তাদের প্রতিটি কাজ সফল হয়, সুখের পাশাপাশি সমৃদ্ধি আসে। শাস্ত্র অনুসারে, যাদের বাড়িতে এই পবিত্র গ্রন্থ রাখা আছে তাদের কিছু নিয়ম মেনে চলা উচিত, তা না হলে জীবন ঝামেলায় পরিপূর্ণ হয়ে ওঠে।
গীতা পাঠের উপকারিতা —
যে বাড়িতে নিয়মিত গীতা পাঠ করা হয় সেখানে সমৃদ্ধি থাকে। ধর্ম, কর্ম, নীতি, সাফল্য ও সুখের রহস্য লুকিয়ে আছে গীতায়। এমনকি গীতায় জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায়।
আরো পড়ুন :- ২০২৪ সালে ছয়টি গ্রহ বক্রী চলনে যাবে ! ফলে ভাগ্য খুলবে কয়েকটি রাশির
গীতা পাঠের মাধ্যমে একজন ব্যক্তি যে কোনও পরিস্থিতির সঙ্গে লড়াই করার ক্ষমতা অর্জন করেন। এছাড়া গৃহে দেবী লক্ষ্মীর অধিবাস হয়।
গীতা পাঠ করলে মানসিক কষ্ট ও ঘরোয়া ঝামেলা থেকে মুক্তি, প্রতিপক্ষের মোকাবিলা করার শক্তি পাওয়া যায়। গীতা জয়ন্তীর দিন গীতা পাঠ সহ যজ্ঞ করা হলে বাস্তু দোষ দূর হয়। ফলে ২২ ডিসেম্বর ২০২৩ তারিখে শুক্লপক্ষের মোক্ষদা একাদশীতে গীতা জয়ন্তী পালন করতে পারেন। এই দিন বাড়িতেই গীতা পাঠ করুন।
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বিশেষ দ্রষ্টব্যঃ – সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ফোনের মাধ্যমে বিভিন্ন সমস্যার প্রতিকার সম্পূর্ণ ফ্রি। আপনি এই সময় ফোন করে জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্রর সাথে কথা বলতে পারেন ফ্রিতে।
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)