বাড়িতে পোষ্য আছে ? জানুন পোষ্যের শুভ-অশুভ প্রভাব সম্পর্কে

By Bangla news dunia Desk

Published on:

Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :-  অনেকেরই বাড়িতে পোষ্য থাকে ৷ কেউ গরু পোষেন, কেউ ছাগল, আবার কেউ কুকুর,কেউ রঙিন মাছ বা কেউ খরগোশ ইত্যাদি ৷ কিন্তু আপনি কি জানেন, রাশি অনুযায়ী পোষ্য ঘরে রাখলে তার ওপর নির্ভর করে জীবনের শুভ-অশুভ ফল আসে। চলুন দেখা যাক, কী পোষ্য কাদের জীবনে শুভ ফল বয়ে আনে।

রঙিন মাছ :-  অনেকেই অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন রঙের ছোট ছোট মাছ পোষে ৷ ফেংশুই ও বাস্তু উভয় শাস্ত্রেই মাছকে শুভ বলে মনে করা হয় ৷ হিন্দু শাস্ত্র দেখলে দেখা যাবে, সেখানে বিষ্ণুর মৎসাবতারের কারণে মাছের ধর্মীয় গুরুত্ব রয়েছে। প্রচলিত ধারনা অনুযায়ী, বাড়িতে মাছ পুষলে দারিদ্র্য দূর হয় ও ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে ৷ পরিবারে সুখ-শান্তি বজায় থাকে। মনে করা হয় পরিবারে আগত যে কোনও সংকটকে আত্মসাৎ করে নেয় মাছ। বিশেষত গোল্ড ফিশকে খুবই শুভ বলে ধরা হয়। তবে অ্যাকোয়ারিয়ামে একটি কালো রঙের মাছও রাখুন। এটি আপনার পরিবারকে যেকোনও কুনজর থেকে রক্ষা করবে।

আরো পড়ুন :- জানুন কোন গ্রহের প্রতিকারে কী ধরনের রুদ্রাক্ষ ব্যবহার করবেন

কচ্ছপ :-  হিন্দু শাস্ত্র মতে দশাবতারের মধ্যে অন্যতম হল কচ্ছপ ৷ অন্যদিকে বাস্তু শাস্ত্রে কচ্ছপকে সৌভাগ্যের প্রতিনিধি মনে করা হয় ৷ বাড়িতে পোষা কচ্ছপ থাকলে বারবার অসফল হতে থাকা কাজেও সাফল্য আসবে ৷ কচ্ছপ পোষা সম্ভব না হলে তামা বা রুপোর তৈরি কচ্ছপও বাড়িতে রাখতে পারেন। এতে বৈভব ও ঐশ্বর্য বৃদ্ধি পাবে ৷

 

 

কুকুর :- হিন্দু ধর্মে কুকুর হল কাল ভৈরবের সেবক ৷ বাড়িতে তাই কুকুর পুষলে তা অত্যন্ত শুভ ফল দেয় ৷ কাল ভৈরব পরিবারে আগত সমস্ত বাধা ও সংকট দূর করেন। পরিবারে লক্ষ্মীর বাস হয় ৷ এছাড়াও, কোনও জাতকের কোষ্ঠিতে উপস্থিত অশুভ গ্রহও শুভ ফল দেয় ৷ তবে বাড়িতে কুকুর পোষা সম্ভব না হলে প্রতিদিন কোনও কুকুরকে একটি করে রুটি খাওয়ান। এতে আর্থিক অবস্থার উন্নতি হবে ৷

খরগোশ :-  খরগোশকে বাস্তু মতে অত্যন্ত শুভ বলে মনে করা হয় ৷ এটি সৌভাগ্যও ডেকে আনে। খরগোশকে সুখ, সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়৷ এটি বাড়িতে থাকলে শিশুদের বাহ্যিক কুনজর থেকে দূরে রাখে ৷ বাড়িতে অশুভ শক্তি দূর করে শুভ শক্তির সঞ্চার করে।

ঘোরা :- ঘোরাকে অত্যন্ত শুভ ও সৌভাগ্যবান বলে মনে করা হয় ৷ তবে বাড়িতে ঘোরা পোষা খুব একটা সম্ভব হয় না। সেক্ষেত্রে ঘোরার ছবি অথবা মূর্তি রাখা যেতে পারে ঘরে ৷ ঘোরা অত্যন্ত বুদ্ধিমান ও পরিশ্রমী পশু। তাই ঘোরা সকলের চোখের সামনে সর্বদা থাকলে ইতিবাচক শক্তি সকলের মধ্যে সঞ্চার হয়। কাজের দক্ষতা বাড়ে৷ সাফল্য লাভ হয় ৷

আরো পড়ুন :- টাকা-পয়সার অভাব ? এক টুকরো দারচিনি বদলে দিতে পারে আপনার ভাগ্য

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

Bangla news dunia Desk

মন্তব্য করুন