বাড়ির কোন দিকে রাস্তা থাকা শুভ ? জানুন বাস্তুর নিয়ম

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- বাড়ির সামনে থেকে রাস্তা বেরোলে, সেখানে বাড়ি তৈরি করা উচিত নয়। আবার বাড়ি কিনলেও কোন দিক দিয়ে সেই রাস্তা যাচ্ছে, সেই দিক বিচার করার কথা বলেন অনেকে। বাস্তু মতে, বাড়ির আশপাশের পথ আপনার আনন্দ ও দুঃখের ওপর প্রভাব ফেলে। বাড়ির আশপাশের পথ ব্যক্তির জন্য কতটা শুভ বা অশুভ জেনে নিন—

আরো পড়ুন :- জমি কিনতে মেনে চলুন বাস্তু নিয়ম, নিজের স্বপ্নের বাড়ি তৈরির আগে দেখে নিন বাস্তু নিয়ম

১. বাস্তু অনুযায়ী বাড়ির পূর্ব দিক দিয়ে পথ যাওয়া এবং উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিকের পথ বন্ধ হলে শুভ মনে করা হয়। সেই বাড়িতে বসবাসকারী সদস্যদের জীবনে সমস্ত ধরনের আনন্দের আগমন ঘটে। লক্ষ্মীর আশীর্বাদ থাকে এদের ওপর।

২.বাড়ির উত্তর দিক দিয়ে রাস্তা গেলে এবং পূর্ব, পশ্চিম ও দক্ষিণের পথ বন্ধ থাকলে, সেই বাড়ি গৃহস্বামীর জন্য ভাগ্যবান। বাস্তু মতে এমন বাড়ি অত্যন্ত উপযোগী। বাড়িতে বসবাসকারী সমস্ত সদস্য আরোগ্যের আশীর্বাদ পেয়ে থাকেন।

niladri misra

৩. দক্ষিণ দিক দিয়ে রাস্তা বেরিয়েছে সেই বাড়ির পরিস্থিতি অতি উত্তম হয়। বাস্তু শাস্ত্র অনুযায়ী অবস্থান অত্যন্ত শুভ। দক্ষিণ ছাড়া অবশিষ্ট তিনটি দিক, অর্থাৎ, পূর্ব, দক্ষিণ ও পশ্চিমের পথ বন্ধ থাকতে হবে।

৪. পশ্চিম দিকে দিয়ে সড়ক বেরিয়েছে এমন স্থানে বাড়ি থাকলে অত্যন্ত শুভ। গৃহস্বামী যে কাজই করবেন, তাতে সফল হবেন ও লাভ অর্জন করবেন। পশ্চিম ছাড়া অবশিষ্ট তিনটি পথ বন্ধ থাকতে হবে।

৫. জাতকের বাড়ির উত্তর-দক্ষিণ দিক দিয়ে পথ বেরিয়েছে এবং পূর্ব-পশ্চিম দিক বন্ধ, তাঁদের জীবন নানান সমস্যা ও দুশ্চিন্তায় ঘিরে থাকে। আবার কারও বাড়ির পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকে পথ হলে তা গৃহস্বামীর জন্য দুঃখজনক হতে পারে। এমন স্থানে বাড়ি না-বানানো শ্রেয়। তবে বাড়ি বানিয়ে বা কিনে থাকলে বাস্তু দোষ নিবারণ করতে বিলম্ব করবেন না।

আরো পড়ুন :- ঘুম থেকে উঠেই দেখবেন না বেশ কিছু জিনিষ ! আপনার দিনটা ভালো যাবে

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

————————————————————————

জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র

বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।

চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর

ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

 

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন