বাড়ি তৈরির সময় নজর দিন মেঝেতে , মেনে চলুন বাস্তু শাস্ত্র

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- ঘর বাড়ি তৈরির সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি সূক্ষ্ম ভাবে নজর রাখি। যার মধ্যে ঘরের দেওয়ালের রঙ কী হবে, কেমন সাজসজ্জা করবেন , সকলে সব ক্ষেত্রে চিন্তাভাবনা করি। কিন্তু ঘরের মেঝে নিয়ে মাথা ঘামান না অনেকে। অধিকাংশ ক্ষেত্রে যেমন তেমন মেঝে করিয়ে তাতেই সন্তুষ্ট থাকি। এখানে বলে রাখা ভালো, বাস্তু শাস্ত্রে মেঝেকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।মেঝের টাইলস কেমন হবে এবং কোন রঙের হওয়া উচিত, সেই বিষয় বাস্তু শাস্ত্রে উল্লেখ পাওয়া যায়।

আরো পড়ুন :- হঠাৎ সম্পর্কে দূরত্ব বৃদ্ধি পেয়েছে ? খুবই সহজ নিয়ম পালনের মাধ্যমে দূরত্ব মেটান

বাস্তু অনুযায়ী মেঝে তৈরি করুন ! দেখুন একনজরে —–

১. বাড়ির মেঝের জন্য হাল্কা হলুদ বা সাদা মার্বেলের মেঝেকে সঠিক মনে করা হয়। মার্বেল ব্যবহার না-করে থাকলে হলুদ, লাল, কমলা রঙের সিরামিক, ভিনাইল টাইলসও লাগানো যায়। কোটা স্টোন গরমকালের জন্য উপকারী হলেও শীত ও বর্ষায় ক্ষতি করতে পারে। সবদিক ভেবে টাইলস কিনবেন।

২. কোনও বাস্তু শাস্ত্র বিশেষজ্ঞর সাথে কথা বলে মেঝের রঙ নির্বাচন করুন। ভুল রঙের পাথরের মেঝে বানাবেন না। উত্তরে কালো, উত্তর-পূর্ব দিকে হালকা নীল, পূর্ব দিকে গাঢ়, আগ্নেয় দিকে বেগুনী, দক্ষিণে লাল, নৈঋত্যে গোলাপী, পশ্চিমে সাদা ও বায়ব্যে ধূসর রঙের মেঝে হওয়া উচিত। বিভিন্ন রঙের পাথর লাগাতে না-চাইলে সমস্ত কক্ষে গাঢ় সবুজ বা হলুদ রঙের মেঝে লাগাতে পারেন। হলুদের ক্ষেত্রে পীতাম্বর শ্রেষ্ঠ।

 

৩. প্রতিটি কক্ষের জন্য পৃথক পৃথক রঙের কার্পেট নির্বাচন করবেন। এই কার্পেট নিয়মিত পরিষ্কার করতে হবে।

৪. সপ্তাহে একবার জলে নুন মিশিয়ে ঘর মুছবেন। এর প্রভাবে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়।

৫. বাড়ির কোনও কক্ষে, রান্নাঘরে বা অন্য কোনও স্থানে টাইলস ভাঙা থাকলে শীঘ্র ঠিক করিয়ে নিন। ভাঙা টাইলসকে অশুভ মনে করা হয়।

৬. বাড়ির মেঝে সব সময় পূর্ব, উত্তর বা ঈশান কোণে ঢালু হওয়া উচিত।

৭. বাড়ির ভিতরের দক্ষিণ-নৈঋত্য অংশ উত্তর, পূর্ব ও পশ্চিম দিকের তুলনায় নীচু হলে, বাড়ির পূর্ব-ইশানে প্রায় দেড় ফুট উঁচু শৌচালয়। বাইরে ওপরে যাওয়ার জন্য উত্তর দিকে পশ্চিমে সিঁড়ি থাকলে তা ক্ষতিকর প্রমাণিত হয়।

৮. বাড়ির সঙ্গে কোনও দোকান থাকলে, তার যাতায়াতের জন্য আগ্নেয়কোণে সিঁড়ি থাকলে, সামনে পশ্চিম নৈঋত্যের দ্বার বাড়ির ভিতরে যাওয়ার জন্য তৈরি করা হলেও ক্ষতি হতে পারে।

আরো পড়ুন :- এই ১০ টি টোটকা আপনার জীবনে এনে দিতে পারে আমূল পরিবর্তন

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 

—————————————————————————

পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী 

বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।

ফোন – 9732789314 , 7407388282 ( What’s App )  ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন