Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- বাথরুম নোংরা রাখলে রাহু-কেতু-গ্রহ দোষ বৃদ্ধি পায় ৷ ঘরের লক্ষ্মীও রাগ করে চলে যায়। তাই বাথরুম নোংরা রাখার বদভ্যাস ত্যাগ করুন ৷ একনজরে দেখে নিন বাথরুম নোংরা রাখার অশুভ ফল কী কী হতে পারে।
আরো পড়ুন :- টাকা-পয়সার অভাব ? এক টুকরো দারচিনি বদলে দিতে পারে আপনার ভাগ্য
১. যেহেতু জলের কারক গ্রহ চন্দ্র৷ তাই বাথরুমে জল অপচয় করলে বা অনবরত জল পরতেই থাকলে কোষ্ঠীতে উপস্থিত চন্দ্ৰ দুর্বল হয় ৷
২. স্নানের শেষে বাথরুম নোংরা রেখে বেরলে চন্দ্রের পাশাপাশি রাহু-কেতুর দোষও বৃদ্ধি পায় ৷ জ্যোতিষ মতে এর ফলে উক্ত ব্যাক্তির দুর্ভাগ্য বৃদ্ধি পায় ৷
৩. রাহু-কেতু কালসর্প দোষ ডেকে আনে ৷ যেহেতু এই দুই গ্রহ বক্রগতিতে চলে এবং একেকটি রাশিতে ১৮ মাস করে স্থায়ী হয়, তাই একবার কালসর্প দোষ শুরু হলে তা সহজে যায় না।
৪. এছাড়াও বাথরুম নোংরা রাখলে জীবনের যে কোনও কাজেই অসফলতা এবং ব্যার্থতাই মেলে।
৫. বাস্তু শাস্ত্র মতে, যে ব্যাক্তি বাথরুম নোংরা রাখেন অথবা জল অপচয় করেন, তাদের প্রতি শনিদেবের রাগের দৃষ্টি পড়ে এবং তার ফলে তারা ও তাদের পরিবার আর্থিক অনটনে ভোগেন ৷
৬. বাথরুম নোংরা রাখলে বাড়িতে নেগেটিভ শক্তি বৃদ্ধি পায়। আর এই নেগেটিভ শক্তি বাড়িতে শান্তি ও সমৃদ্ধি নষ্ট করে। ফলে সর্বদা বাড়ির বাথরুম পরিষ্কার রাখার চেষ্টা করুন।
আরো পড়ুন :- জানুন কোন গ্রহের প্রতিকারে কী ধরনের রুদ্রাক্ষ ব্যবহার করবেন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )