বাস্তুর এই নিয়মগুলি সঠিক ভাবে পালন করলে জীবনে সাফল্য ও আর্থিক উন্নতি আসবেই

By Bangla news dunia Desk

Updated on:

 

Bangla News Dunia, শ্রী জয়দেব শাস্ত্রী :- ভারতীয় বাস্তু শাস্ত্র মতে , প্রতিটি দিকের নিজস্ব একটি তৎপর্য রয়েছে। কোনো ব্যাক্তি যদি বাস্তু শাস্ত্রের নিৰ্দেশ অনুযায়ী তার বাড়ি , ব্যবসা ও কর্ম জীবনে কাজ করেন তবে তার জীবনে আর্থিক উন্নতি ও সফলতা আসবেই। চলুন জেনে নেওয়া যাক আপনি আপনার জন্য কি ভাবে সঠিক দিক নিধারণ করবেন। যাতে করে আপনি নিজের বাড়ি , ব্যবসা ও কর্ম জীবনে সফলতা ও আর্থিক উন্নতি পেতে পারেন।

বাস্তু মতে , পূর্ব দিকটি লেখাপড়ার জন্য অত্যান্ত শুভ। বাস্তু মোতে এটা বিশ্বাস করা হয় যে যারা পূর্ব দিকে মুখ করে পড়তে বসবে তারা সফলতা পাবেনই।

বাস্তু মতে , বাড়ির রান্না ঘরের রান্না করার দিক সর্বদা পূর্ব বা উত্তর – পূর্ব দিকে হওয়া উচিত।

আরো পড়ুন :- সোমবার ধারণ করুন রুদ্রাক্ষ , মুক্তি দেবে সকল বাধা ও বিপত্তি থেকে

বাস্তু মতে , খাবার খাবার সময় ও দিকের উপর নজর রাখা উচিত। এতে ভোজন করা খাদ্যের সম্পূর্ণ শক্তি পাওয়া যায়। খাবার খাওয়ার মুখটি সর্বদা উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত।

বাস্তু মতে , উত্তর দিকটি সফলতার দিক হিসাবে বিবেচিত হয়। তাই নতুন কোনো কাজ শুরু করার সময় ওই ব্যক্তির উচিত উত্তর দিকে মুখ দিয়ে বসা।

বাস্তু মতে , ব্যবসার মালিক বা অফিসের বসের উত্তর দিকে মুখ করে বসা উচিত এতে ব্যবসায় সফলতা আসে।

joydev sastri

বাস্তু মতে , পুজোর ঘর সর্বদা ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ থাকে। পুজো দেবার সময় প্রতিটি মানুষের উচিত পশ্চিম বা পূর্ব দিকে মুখ রেখে বসে ঠাকুরের পুজো করা।

আরো পড়ুন :- বিবাহিত জীবনের সকল সমস্যা থেকে মুক্তি পেতে পালন করুন এই টোটকা

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন 


জ্যোতিষ শ্রী জয়দেব শাস্ত্রী

জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের ইউটিউব চ্যানেল ফলো করুন – Joydevsastri or 51kalibari

হস্তরেখা বিশারদ , ফেসরিডার , এছাড়া বিদ্যা , চাকরি , ব্যবসা, কর্ম , বিবাহ , প্রেম , বাস্তু , জটিল মামলা , স্বাস্থ্যে , শত্রু , অর্থনৈতিক সমস্যা , দাম্পত্য জীবনের সমস্যা যে কোনো প্রকার সমস্যার সমাধানের  জন্য যোগাযোগ করুন।

” কুষ্টি , ঠিকুজী , হস্তরেখা বিচারে সবার থেকে একটু অন্যরকম তাই প্রশংসিত ”

চেম্বার – মধ্যমগ্রাম , বাদুরোড , সারদাপল্লি , ৫১ কালীবাড়ি , কোলকাতা।

জ্যোতিষ শিক্ষা গ্রহণ করতে যোগাযোগ করতে পারেন।

ফোন – 9831498861 , 9830873691 ( অনলাইন  এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)

Bangla news dunia Desk

মন্তব্য করুন