Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জীবনে উন্নতি করতে কে না চায়। ব্যবসা বড় হোক ও ব্যবসায় লাভ হোক কে না চায়। বাড়িতে সুখ শান্তি থাকুক কে না চায়। কিন্তু বিভিন্ন কারণে এই সুখের জিনিস গুলি আমাদের জীবন থেকে দূরে থাকে। তবে এই সুখের জিনিস গুলি পেতে কিছু প্রতিকার করা যেতে পারে।
হিন্দু ধর্মে চন্দনের বিশেষ গুরুত্ব রয়েছে। লাল চন্দনের প্রতিকার করে ভাগ্য বদলানো যায়। জ্যোতিষ শাস্ত্রে লাল চন্দনের এমন কিছু প্রতিকার রয়েছে, যা করলে অনেক ধরনের দোষ, ঝামেলা দূর করা যায়। লাল চন্দন আবার রক্তচন্দন নামেও পরিচিত। একই সাথে তন্ত্র-মন্ত্রের জন্য ব্যবহার করা হয় এই লাল চন্দন। তবে চলুন জেনে নেওয়া যাক লাল চন্দনের এই ব্যবহার গুলি —
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
১. পারিবারিক সুখ- সমৃদ্ধির জন্য :- পরিবারে সুখ-সমৃদ্ধি পেতে শুক্রবার দেবী লক্ষ্মীর আরাধনা করুন এবং তাঁকে লাল চন্দনের টিকা লাগান। এতে মা লক্ষ্মী খুব প্রসন্ন হন। যার ফলে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে।
২. ব্যবসায় উন্নতির জন্য :- আপনার ও পরিবারের ব্যবসায় সাফল্য ও অগ্রগতি পেতে প্রতি মঙ্গলবার ১১টি পিপল পাতা নিন এবং তাতে লাল চন্দন দিয়ে রাম-রাম লিখুন। এরই সাথে এই পাতার মালা বানিয়ে হনুমানজির মন্দিরে অর্পণ করুন। অথবা বাড়িতে হনূমান মূর্তি থাকলে তাতেও অর্পণ করতে পারেন। এতে আপনার ব্যবসার উন্নতি অনিবার্য। তবে এই প্রতিকার করার সময় কেউ যাতে আপনাকে না দেখে তার চেষ্টা করুন।
৩. প্রচুর অর্থ উপার্জনের জন্য :- জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে কে না চায়। কিন্তু বিভিন্ন কারণে অনেকের ভাগ্যে তা থাকে না। সমস্ত চেষ্টার পরেও যদি কোনও কাজে সাফল্য না পান বা সঠিক উপার্জন না হয়, তবে মঙ্গলবার লাল চন্দন, লাল গোলাপ ফুল, একটি লাল কাপড়ে রোলি বেঁধে আপনার টাকা রাখার জায়গায় রাখুন। এই নিয়মটি প্রতি ৬ মাস অন্তর করলে অর্থের প্রবাহ সঠিক থাকে।
৪. বাস্তু দোষ দূর করতে :- ঘরের বাস্তু দোষ দূর করতে লাল চন্দনের গুঁড়ো, অশ্বগন্ধা ও গোখরচূর্ণায় কর্পূর মিশিয়ে ৪০ দিন একটানা ঘরে ছোট্ট আকারের যজ্ঞ করুন। এই যজ্ঞ বাস্তুর সবচেয়ে বড় ত্রুটি দূর করে। এতে ঘরে ইতিবাচকতা বাড়বে।
৫. জীবনে সাফল্য পেতে :- জ্যোতিষ শাস্ত্রে এমনটা বিশ্বাস করা হয় যে লাল চন্দনের তিলক মানুষের আত্মবিশ্বাস বাড়ায়। শুধু তাই নয়, এটি প্রতিটি কাজেই সফলতা নিয়ে আসে। মানুষের মধ্যে আত্মবিশ্বাস থাকা খুবই জরুরি। আর এই আত্মবিশ্বাস বৃদ্ধির কারণেই লাল চন্দন মানুষের জীবনে সাফল্য নিয়ে আসে।
৬. ঝামেলা দূর করতে :- লাল চন্দনের মালা দিয়ে মা কালীর সিদ্ধ মন্ত্রগুলি জপ করলে জীবনের সমস্ত ঝামেলা দূর হয়। এই মন্ত্র আপনি জপ করতে না পারলে কোনো জোতিষীর সাথে যোগাযোগ করুন। তিনি আপনার হয়ে এই মন্ত্র জপ করে দেবেন।
৭. শত্রুকে পরাস্ত করতে :- অনেক সময় অনেকে শত্রুর দ্বারা নাজেহাল হয়ে থাকেন। আর যার ফলে জীবনে নানান ক্ষতি হয়ে থাকে। এর থেকে মুক্তি পেতে লাল চন্দন দিয়ে ভোজপত্রে শত্রুর নাম লিখে মধুতে ডুবিয়ে দিন। এতে করে শত্রু পক্ষ থেকে আসা সমস্ত ঝামেলা দূর হয়ে যাবে।
তবে এই প্রতিকার গুলি করার পাশাপাশি আপনি কোনো ভালো জোতিষীর সাথে পরামর্শ করুন। কারণ বিভিন্ন কারণে নানান সমস্যা সৃষ্টি হয়। তাই কোনো ভালো জোতিষী আপনার বর্তমান সময়ে গ্রহ-নক্ষত্রের অবস্থান বিচার করে আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে। ফলে এই প্রতিকার গুলির পাশাপাশি আরো কোনো অসুবিধা থাকলে তা নিবারণ করতে সাহায্য করবে।
আরো পড়ুন :- আর্থিক সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি চান ? মেনে চলুন কিছু উপায়
আরো পড়ুন :- জানুন কোন রাশির দাম্পত্য ও প্রেম জীবনে সুখ আসবে ? আর কাদের প্রেম ও সংসার তেমন সুখের হবে না?
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)