Bangla News Dunia , পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী :- নিজের বাড়ি সুন্দর করে সাজিয়ে রাখতে আমরা সবাই পছন্দ করি। বাড়ি কী ভাবে সাজালে তা আরও আকর্ষক হয়ে উঠবে তা নিয়ে চিন্তাভাবনা করেন অনেকেই। তবে বাড়ি শুধু সুন্দর করে সাজালেই তো হল না, বাস্তুশাস্ত্র অনুসারেও তা সঠিক হওয়া জরুরি। বাস্তু শাস্ত্র অনুসারে যথাযথ না হলে তা পরিবারে অশান্তির কারণ হয়। বাড়ির সদস্যদের জীবনেও নানা সংকট নেমে আসতে পারে বাস্তুদোষের প্রভাবে।
আরো পড়ুন :- ভুলেও বাড়িতে রাখবেন না এই সব দেবতার মূর্তি
এক্ষেত্রে বসার ঘরের সবচেয়ে প্রয়োজনীয় যে আসবাব তা হল সোফা। সোফা ছাড়া ড্রয়িংরুম অসম্পূর্ণ। ঘরের কোনদিকে সোফা রাখলে তা আপনার সৌভাগ্যের পথ প্রশস্ত করবে তা জানেন কি ? জানুন সোফা রাখার বাস্তু টিপস —-
১. ড্রয়িংরুমের দরজা দক্ষিণ দিকে খোলে, সেই ড্রয়িংরুমে সোফা রাখুন দক্ষিণ-পূর্ব দিকে। বাস্তু অনুসারে সোফা রাখার জন্য এটা সবথেকে উপযোগী দিক ।
২. যদি বাড়ির উত্তর বা উত্তর-পূর্ব দিকে লিভিং রুম হয় বা লিভিং রুমের প্রধান দরজা উত্তর বা উত্তর-পূর্ব দিকে থাকে, তাহলে সোফা রাখুন উত্তর-পূর্ব দিকে।
৩. যদি আপনার বাড়ির প্রধান দরজা হয় উত্তর দিকে মুখ করা, তাহলে সোফা রাখুন দক্ষিণ অথবা পশ্চিম দিকে।
৪. বাড়ির মূল দরজা পশ্চিম দিকে মুখ করা হলে সোফা রাখতে হবে উত্তর-পশ্চিম দিকে। এই দিকে সোফা রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
বাস্তু মেনে সঠিক দিকে সোফাসেট রাখতে পারলে সেই বাড়িতে পজিটিভ শক্তি প্রবাহিত হয় এবং পরিবারে সুখ সমৃদ্ধি উপচে পড়ে। বাস্তুর দিক নির্দেশন আপনার জীবনে সুখ-সমৃদ্ধি নিয়ে আসে।
আরো পড়ুন :- অর্থকষ্ট দূর করতে শিবের অভিষেক করান এই ভাবে, পাবেন মুক্তি
আরো পড়ুন :- শনিবার কিনবেন না বেশ কিছু জিনিষ, না হলে পড়বেন বিপদে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
পন্ডিত শ্রী সুশান্ত শাস্ত্রী
বিদ্যা , বিবাহ , প্রেম , ব্যবসা , চাকরি , সাংসারিক অশান্তি , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , বাস্তু , মামলা মকরদমা , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , শনির সাড়েসাতি , কালসর্প দোষ , গ্রহণ দোষ যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। দীর্ঘ ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন। অনলাইনে সমস্ত সমস্যার সমাধান করা হয়। দক্ষিনা মাত্র ৪০০ (400) টাকা।
চেম্বার – দীর্ঘ ২০ বছর ধরে নিজ গৃহে সেবা করা হয়। ঠিকানা – চৌবেড়িয়া , নিমতলা , পশ্চিমপাড়া , উত্তর ২৪ পরগণা।
চেম্বার – দেবনাথ জুয়েলার্স, চাকদাহ বনগ্ৰাম রোড় নদীয়া, ভারতি শ্রীমা হলের বিপরীতে, প্রতি রবিবার বিকেলে 3 টা থেকে সন্ধ্যা 7 টা পর্যন্ত ।
ফোন – 9732789314 , 7407388282 ( What’s App ) ( প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সকলের সাথে সাক্ষাৎ করা হয় )