Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- প্রত্যেকেই চায় নিজের বাস্তু যেন সবরকম দোষমুক্ত থাকে এবং সেই উদ্দেশ্যে আমরা প্রত্যেকেই কত কী-ই না করে থাকি। তবে আমাদের বাস্তু যদি দোষমুক্ত থাকে, তা হলে দৈনন্দিন জীবনে আসবে শান্তি । আমাদের প্রত্যেকের বাস্তু এবং ভাগ্যকে নিজের হাতে রাখার চেষ্টা করা প্রয়োজন। আর এর জন্য করুন কিছু সহজ টোটকা। তবে চলুন টোটকা গুলির ব্যাপারে দেখে নেওয়া যাক।
আরো পড়ুন :- জীবন সংগ্রামে জয়ী হতে এই নিয়মে ঘরে রাখুন তুলসী পাতা
১. বাড়ির সর্বত্র ছবি বা ক্যালেন্ডার টাঙানো উচিত নয়। যদি একান্তই ক্যালেন্ডার টাঙাতেই হয়, তা হলে খেয়াল রাখবেন ক্যালেন্ডার যেন বাতাসে না নড়ে। এতে বাড়িতে অশুভ শক্তি বৃদ্ধি পায়। ফলে বাড়ির বা ঘরের এমন জায়গায় ক্যালেন্ডার রাখুন যেখানে হাওয়া কম আসে।
২. প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই সবার আগে পূর্ব দিকের দরজা বা জানলা খুলুন। এটি করলে সকালে পূর্ব দিকের রোদ্দুর ঘরে ঢুকবে এবং ঘর শুভ শক্তিতে ভরে উঠবে। ফলে সার্বিক বৃদ্ধি ঘটা সম্বভ।
৩. আমাদের প্রত্যেকেরই জানা আছে ঘরে বন্ধ ঘড়ি রাখতে নেই । কিন্তু স্লো অর্থাৎ দেরিতে চলছে, এমন ঘড়িও বাড়িতে রাখা যাবে না। ফলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই দেরি হবে।
৪. বাড়িতে কখনোই দুটো ঝাঁটা একসঙ্গে রাখবেন না , এতে পারবারিক অশান্তি সৃষ্টি হয়।
৫. বাড়ির সদস্যদের ব্যবহারের গামছা বা তোয়ালে ঘরের একটু গোপন জায়গাতেই রাখুন , যেন কোনও বাইরের মানুষের চোখে না পড়ে।
৬. বাড়ি পরিষ্কারের ঝাঁটা কখনো দক্ষিণ দিকে মুখ করে রাখবেন না।
৭. বাড়ির সদর দরজার পাশে কখনো ঝাঁটা রাখবেন না , এটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়।
৮. ঘরে মাকড়সার ঝুল জমতে দেবেন না, মাঝে মাঝেই ঘরে পরিষ্কার পরিছন্ন করতে হবে। এছাড়াও ঘর পরিষ্কার পরিছন্ন রাখার চেষ্টা করুন।
এই সহজ উপায় গুলি পালনের মাধ্যমে বাস্তু ও ভাগ্যকে নিজের হাতের মুঠোয় রাখতে পারবেন।
আরো পড়ুন :– এই রাশির মানুষরা সর্বদা নিজ মর্জির মালিক হন , আপনিও কি আছেন তাঁর মধ্যে ?
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)