Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- শুধুমাত্র প্রেম নিবেদনই নয়, গোলাপ ফুল পুজো করতে, ঘর সাজাতে এমনকি বাস্তু দোষ থেকে রক্ষা পেতেও কাজে লাগে। চলুন দেখে নেওয়া যাক, গোলাপ ফুল কীভাবে ব্যবহার করতে পারি আমরা বাস্তু দোষ কাটাতে ৷
১. আর্থিক সঙ্কট কাটাতে প্রতি শুক্রবার সন্ধ্যেবেলায় মা লক্ষ্মীকে একটি করে গোলাপ ফুল নিবেদন করুন।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
২. প্রতি মঙ্গলবার লাল কাপড়ে একটি লাল গোলাপ নিয়ে তাতে রক্ত চন্দন মাখিয়ে কাপড়টি মুড়ে নিজের ইষ্টদেবতার উদ্দেশ্যে অর্পণ করুন। তার পর থেকে পরপর সাত দিন ‘হনুমান চালিশা’ পাঠ করুন এবং সাত দিন পর কাপড়ে মোড়া ফুল বাড়ি থেকে দূরে নিয়ে গিয়ে ফেলে আসুন ৷ এতে বাড়িতে শুভ শক্তি বা ইতিবাচক শক্তি বিরাজ করে।
৩. বাড়ির সকল সদস্যের মধ্যে সম্পর্ক ভালো রাখতে সপ্তাহে এক দিন অন্তত ফুলদানিতে গোলাপ ফুল রাখুন। তবে অবশ্যই ফুলগুলি শুকিয়ে যাওয়ার আগেই বদলে ফেলতে হবে ৷
৪. চাকরিতে বাধা এলে প্রতিদিন গোলাপের পাপড়ি মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন। তা সম্ভব না হলে গোলাপের পাপড়ির বদলে গোলাপজল ব্যবহার করতে পারেন।
৫. বাড়িতে অশুভ শক্তির প্রকোপ কমাতে গোলাপ ফুলের গন্ধযুক্ত ধূপ জ্বালুন ৷
৬. গোলাপের পাপড়ি শুকিয়ে বিছানার নীচে রাখুন। মাঝে মধ্যে তা বদলে দিন। এতে স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক তৈরি হয় ৷
আরো পড়ুন :- কঠিন সময়ে পাঠ করুন কিছু বিশেষ মন্ত্র , দেখবেন সমস্যা কমে যাবে
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , দক্ষিনেশ্বর , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়।