Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :– পুজোর ঘর হল ঘরের মধ্যে সবচেয়ে পবিত্র ও শুদ্ধ জায়গা। বাস্তু অনুসারে, বাড়ির সবচেয়ে পরিষ্কার জায়গা হল ঠাকুরঘর। সকাল থেকে রাত পর্যন্ত এই পবিত্র জায়গায় যেমন আরাধনা-সাধনার কাজকর্ম চলে, তেমনি সেই জায়গায় ভুল বাস্তুর কারণে জীবনে ঘনিয়ে আসতে পারে নানা সমস্যা। তাই বাড়ির মন্দিরের পবিত্রতা বজায় রাখার জন্য বেশ কিছু কথা মাথায় রাখা জরুরি। কারণ বাস্তু নিয়মগুলি না মানলে অশুভ শক্তি, নেতিবাচক শক্তির প্রভাব বেড়ে যায় দ্বিগুণ। তবে বাস্তু শাস্ত্র মতে, মন্দিরের কাছে বা চারপাশে এই জিনিস গুলি রাখা থাকলে তা উল্টে আপনার জন্যই খারাপ প্রভাব পড়তে পারে। জানুন কি কি সরাবেন ?
আরো পড়ুন :- শনির সাড়েসাতি ও ধাইয়ার প্রভাব থেকে মুক্তি পেতে চান ? পালন করুন কিছু সহজ উপায়
১. যদি বাড়ির মন্দিরের বা ঠাকুরঘরের চারিপাশে পিতৃপুরুষদের ছবি রাখেন, তাহলে খারাপ প্রভাব পড়তে পারে গোটা সংসারের উপর।
২. যদি মন্দিরের কাছে বিকৃত ধর্মীয় বই রাখেন তবে এটি নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় বলে মনে করা হয়। এছাড়া মন্দিরে শুকনো ফুল রাখাও শুভ বলে মনে করা হয় না।
আরো পড়ুন :- আপনি কি জীবনে নানাবিধ সমস্যায় জর্জরিত ? তাহলে পালন করুন কিছু সহজ টোটকা
৩. ঠাকুরঘরে অনেকেই শঙ্খ রাখেন। প্রতিদিন সন্ধ্যের সময় শঙ্খ বাজান। কিন্তু বাস্তুশাস্ত্রে বলা আছে মন্দিরে একটির বেশি শঙ্খ রাখা উচিত নয়।
৪. ঠাকুরঘরে ভগবানের রুদ্র মূর্তি রাখা মোটেও ঠিক নয়। সেই সঙ্গে মন্দিরে ভাঙা মূর্তিও না রাখা উচিত। ভাঙা মূর্তি থাকলে তা গাছের নিচে রেখে আসুন বা জলে দিয়ে দিন।
আরো পড়ুন :- ২০২৪ সালে ছয়টি গ্রহ বক্রী চলনে যাবে ! ফলে ভাগ্য খুলবে কয়েকটি রাশির
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বিশেষ দ্রষ্টব্যঃ – সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ফোনের মাধ্যমে বিভিন্ন সমস্যার প্রতিকার সম্পূর্ণ ফ্রি। আপনি এই সময় ফোন করে জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্রর সাথে কথা বলতে পারেন ফ্রিতে।
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর।
ফোন – 7908533644 , 9933929211 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)