Bangla News Dunia, জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র :- প্রতিটি ঘরেই জানলা থাকা প্রয়োজন কারণ এই জানলা দিয়েই দিনের এল ও সূর্যের আলো ঘরে প্রবেশ করে। আর এই সূর্যের আলো ঘরের নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জিতে ভরিয়ে দেয়। ঘরের জানলা এমন ভাবে বানানো উচিত যে ঘরের মধ্যে যাতে পর্যাপ্ত এল প্রবেশ করতে পারে। বাস্তু মতে , বাড়ির জানলা নিয়ে কিছু নিয়ম রয়েছে ,যা বাড়ি তৈরির সময় বাস্তু মেনে তৈরী করলে বাড়ির পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়।
আরো পড়ুন :- বিভিন্ন দোষ থেকে মুক্তি পেতে এই মহা মন্ত্র জপ করুন
১. ঘরে বিজোড় সংখ্যার জানালা অত্যান্ত ক্ষতিকর। তাই সবসময় ঘরে জোড় সংখ্যার জানলা রাখুন। যেমন – ২ , ৪ , ৬ ইত্যাদি।
২. ভোরের সূর্যের আলো আমাদের শরীরের জন্য যেমন উপকারী ,তেমনই ভোরের সূর্যের আলো আমাদের ঘরের জন্য ও উপকারী। তাই ঘরের পূর্ব দিকে একটি জানলা অবশই রাখুন।
৩. খেয়াল রাখতে হবে যে , ঘরের জানালা খোলা বা বন্ধ করার সময় যাতে কোনো বিকট শব্দ না হয়। এতে করে বাড়িতে বসবাস কারী মানুষদের মানসিক শান্তি বিঘ্ন ঘটতে পারে।
৪. ভুল করেও ঘরের এক দেওয়ালে একাধিক জানলা বানাবেন না। তবে ডবল জানলা বানাতে পারেন। কিন্তু আলাদা আলাদা দুটি জানলা বানাবেন না।
৫. ঘরের জানলার আকার সব সময় দেওয়ালের সমানুপাত হওয়া উচিত। এর জানলার আকার খুব বড় বা খুব ছোট হওয়া উচিত নয়।
আরো পড়ুন :- এই রাশির ব্যাক্তিদের কেউ নিয়ন্তন করতে পারে না , এরা নিজের মত চলে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
—————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – মহিষাদল, হলদিয়া, ডেবরা , খড়গপুর, মেদিনীপুর, কোলকাতা
ফোন – 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)